/indian-express-bangla/media/media_files/2025/01/17/S2pzB7e3wRUPPphYgMm8.jpg)
সেদিন ভয়ঙ্কর অবস্থা হয় সইফের, যা বললেন সেই অটোচালক Photograph: (ফাইল চিত্র )
Saif Ali Khan: এখন অনেকটাই ভাল আছেন সইফ আলি খান। অভিনেতার সঙ্গে শেষ দুদিনে যা ঘটে গিয়েছে, সেকথা অনেকেই জানেন। নিজের বাড়িতেই ছুরির আঘাতে ভয়ঙ্কর অবস্থা হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান বড় ছেলে ইব্রাহিম। জানা গিয়েছিল তাঁকে নাকি অটো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তখন থেকেই বেশিরভাগের প্রশ্ন, ঠিক কোন কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অটো ব্যবহার করা হয়? যার বাড়িতে কত দামী দামী গাড়ি তাঁকে কেন পাবলিক যানবাহনে নিয়ে যাওয়া হল? মুম্বাই পুলিশ সুত্রে খবর মিলেছিল, সেই সময় সইফের বাড়িতে কোনও ড্রাইভার ছিল না। এমনকি ছেলে ইব্রাহিম নাকি ভয় পেয়ে গিয়েছিলেন, তাই গাড়ি চালাতে চাননি।
তবে, এবার সেই অটো চালককে খুঁজে পাওয়া গিয়েছে। যার জন্যই, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছান অভিনেতা। সেসময় সেই এলাকায় গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন রানা। পুরো নাম, ভজন সিং রানা। তিনি এবার খোলসা করেছেন আসলে কীভাবে সইফকে সেই মুহূর্তে দেখেছিলেন তিনি। রানা জানিয়েছেন, তিনি নাকি বুঝতেই পারেননি যে সইফ আলি খানের সঙ্গে এহেন কাণ্ড ঘটেছে।
আরও পড়ুন - Saif Knif Viral Pic: সইফের পিঠে গাঁথা রক্তমাখা ছুরি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি! যা দেখে শিউরে উঠবেন
রানা তখন সতগুরু দর্শন বিল্ডিং এর সামনে ছিলেন। বলছেন, "আমি রিকশো চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম, কারা যেন সাহায্যের জন্য ডাকছে। তাঁরা আমার রিকশো দেখে থামাতে বলে। সামনে সব মহিলারা ছিলেন। উনি সাদা রঙের একটা কুর্তা পড়েছিলেন। শুধু দেখতে পেয়েছিলাম গোটা কুর্তা রক্তে চুপচুপে। উনার কাঁধে আর পিঠে আঘাত ছিল। কিন্তু হাতে যে আঘাত পেয়েছেন সেটা দেখতে পাইনি।"
VIDEO | Attack on Saif Ali Khan: Bhajan Singh, the autorickshaw driver who took the actor to Lilavati Hospital after the knife attack, said:
— Press Trust of India (@PTI_News) January 17, 2025
"There were three people in the auto — Saif Ali Khan, a kid, and a young man, possibly his son. He was able to speak. He seemed normal… pic.twitter.com/0d69TzM6Rp
কিন্তু, তিনি যে সইফ আলি খান একথা ঘুণাক্ষরেও টের পাননি অটো চালক। তাঁর কথায়, "উনি নিজে হেঁটে আমার অটোয় চাপলেন। সঙ্গে দুজন ছিল। আমায় একবার জিজ্ঞেস করেছিলেন, কতক্ষন সময় লাগবে। আমি তো চিনতেই পারিনি। তারপর যখন হাসপাতালে পৌঁছলাম, গার্ডকে স্ট্রেচারের জন্য ডাকলেন, তখন আমি জানতে পারলাম উনি সইফ আলি খান। ততক্ষণ পর্যন্ত উনি কিছুই বলেননি।"