জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নেপটিজম নিয়ে আলোচনাই হয়ে উঠেছে 'হট টপিক'। এক এক করে বলিউডের স্বজনপোষণ নিয়ে মুখ খুলছেন অভিনয় জগৎ এবং সংগীত জগতের দিকপালরা। এই পরিস্থিতিতে সইফ আলি খানের এক মন্তব্য ঘিরে হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শর্মিলা ঠাকুর এবং নবাব মনসুর আলি খান পতৌদির পুত্র সইফ এক সাক্ষাৎকারে বলেন, "আমিও নেপোটিজমের শিকার, সেটা নিয়ে কেউ কোনোদিন কথা বলেনি।" তবে ঠিক কীভাবে তিনি শিকার হয়েছেন, তা বিশদে বলেননি সইফ।
গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই বলিউডের নেপোটিজম এবং আরও নানা বিষয়কে কেন্দ্র করে কঙ্গনা রানাওয়াত, প্রকাশ রাজ, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা প্রযোজক-পরিচালক করণ জোহর এবং অভিনেত্রী আলিয়া ভাটের তীব্র সমালোচনা করতে থাকেন। উঠে আসে 'কফি উইথ করণ' অনুষ্ঠানে কঙ্গনা পর্বের প্রসঙ্গ, যেখানে ক্যামেরার সামনেই করণ জোহরকে বলিউডের স্বজনপোষণের ধ্বজাধারী তকমা দেন কঙ্গনা।
আরও পড়ুন, স্বজনপোষণ বিতর্কের জের! নেপোমিটারে যাচাই হবে ছবির নিরপেক্ষতা
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ বলেন, "কঙ্গনা যা বলেছে, আমি পুরোপুরি তার সঙ্গে একমত নই। করণ নিজের এমন একটা ভাবমূর্তি তৈরি করেছে, যার কারণে ওকে নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু সত্যিটা সবসময় জটিলই হয়। সাধারণ মানুষ সেসব ভাবতে চান না। আমাদের দেশে বৈষম্য রয়েছে। নেপোটিজম, ফেভারিটিজম, ক্যাম্প, এসব আলাদা আলাদা ব্যাপার। আমি নিজেও নেপোটিজমের শিকার, কই, সেটা নিয়ে তো কেউ কথা বলেনি।"
ছোটে নবাবের এ হেন মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় 'ট্রোলড' হচ্ছেন তিনি। কেউ বলছেন, সইফ আলি খানের নেপোটিজমের শিকার হওয়া এবং (মুকেশ আম্বানির পুত্রও) আকাশ আম্বানি সম্পত্তির শিকার হওয়া একই ব্যাপার।
আরও পড়ুন, টিকটক প্রসঙ্গে বিস্ফোরক নুসরত, অ্যাপ ব্যান নিয়ে দুষলেন মোদী সরকারকেই
কেউ আবার বলছেন, নিজের মা জাতীয় পুরস্কারের বিচারকের আসনে থাকাকালীন 'হাম তুম' এর মতো ছবির জন্যেও যে অভিনেতা জাতীয় পুরস্কার পান, তিনি স্বজনপোষণের শিকারই বটে!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন