Advertisment

Saif ali Khan Health: কঠিন নিয়মে বেঁধে দিলেন চিকিৎসকরা, ফের কবে স্বাভাবিক জীবনে ফিরবেন সইফ?

Saif Ali Khan Updates: সইফের নিউরোসার্জারির সঙ্গে সঙ্গে হয়েছে কস্মেটিক সার্জারিও। অভিনেতাকে নিয়ে এবার বড় আপডেট দিলেন চিকিৎসকরা। আইসিইউতে থাকার পর সকাল থেকে কী অবস্থা তাঁর?

author-image
Anurupa Chakraborty
New Update
saif latest health update

কী কী নিয়ম মানতে হবে নবাব সাহেবকে? Photograph: (ফাইল চিত্র )

Saif ali Khan Health Updates: সইফ আলি খান এখন আলোচনার শীর্ষে। কারণ, গতকাল তাঁকে যা যা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অভিনেতাকে নিজের বাড়িতেই ছুরি মারে হামলাকারী। প্রথমে ছোট ছেলে জেহকে আক্রমণ করতে যায় সে। তারপর বাকি সব ইতিহাস। চিকিৎসকরা জানিয়েছিলেন, আড়াই ইঞ্চি ছুরি ঢুঁকে গেঁথে ছিল। সেটিকে বার করতে প্রায় ৫ ঘণ্টার অস্ত্রোপচার করা হয়েছে। 

Advertisment

অনেকেই তাঁকে দেখতে গিয়েছিলেন। করিনা থেকে শর্মিলা, পরিবারের সকলেই গিয়েছিলেন। এছাড়াও, শাহরুখ খান থেকে সঞ্জয় দত্ত - অনেকেই হাজির হয়েছিলেন। আজ সকালেও করিনা গিয়েছেন তাঁকে দেখতে। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর ক্ষত বেশ গভীর। তবে, আজ তাঁরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন তাঁর হাল-হকিকত। অভিনেতা আছেন কেমন এখন? কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? 

সইফের ( Saif Ali Khan ) নিউরোসার্জারির সঙ্গে সঙ্গে হয়েছে কস্মেটিক সার্জারিও। অভিনেতাকে নিয়ে এবার বড় আপডেট দিলেন চিকিৎসকরা। গতকাল টানা আইসিইউতে থাকার পর সকাল থেকে কী অবস্থা তাঁর? হসপিটাল সুত্রে খবর... 

আরও পড়ুন  -   Saif Ali Khan: শুক্রের সকালেই পুলিশের জালে সইফের আক্রমণকারী, চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ

Advertisment

সইফকে পুরো বিশ্রামে রাখা হয়েছে। তিনি আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। আমরা আজ তাঁকে হাঁটানোর চেষ্টা করিয়েছি এবং তিনি বেশ ভালভাবেই হেঁটেছেন। তাঁর প্যারামিটার খেয়াল করলে দেখা যাবে, তাঁর ক্ষত সেরে উঠছে এবং তিনি এখন আইসিইউ থেকে বের করার যোগ্য। তবে, তাঁর যে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে, সেকথা জানিয়েছেন চিকিৎসকরা নিজেই। 

যেহেতু বেশ জটিল অপারেশন এবং শিরদাঁড়ার সমস্যা, তাই জানা যাচ্ছে এখন টানা ১ সপ্তাহ তাঁকে বিশ্রামে থাকতে হবে। এমনকি হাঁটাচলা করাও বারণ তাঁর। উল্লেখ্য, সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে দেখতে যান করিনা। তারপর পৌঁছান বোন সোহাও। উল্লেখ্য, একথা অজানা নয় যে বুধবার রাত আড়াইটে নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যান বড় ছেলে ইব্রাহিম। কিন্তু, গাড়ি করে নয়। বরং অটো করেই বাবাকে নিয়ে যান তিনি। 

bollywood saif ali khan Bollywood Actor saif ali khan injury saif ali khan Health Updates
Advertisment