Advertisment

Saif Ali Khan - Karishma Tanna: একদম সুরক্ষিত নয় বান্দ্রা এলাকা, নিরাপত্তা নিয়ে সইফের প্রতিবেশী অভিনেত্রী দিলেন ভয়ঙ্কর খবর!

Saif Ali Khan news: তাঁর প্রতিবেশী করিশ্মা তান্না, যিনি নিজেও সিরিয়াল এবং সিরিজে জনপ্রিয় মুখ। সইফের প্রতিবেশী তিনি। শুধু তাই নয়, তিনি নাকি বহুদিন ধরেই জিজ্ঞেস করছেন সুরক্ষা বাড়ানোর জন্য।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
saif attacked with knife

Saif ali khan: সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নায়িকা, কী বলছেন সইফের ঘটনায়? Photograph: (Instagram)

Saif Ali Khan: ভোররাতে সইফ আলী খানের সঙ্গে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। ছোট ছেলে জেহ আলি খানকে বাঁচাতে গিয়েই, ছুরির আঘাতে তিনি আহত। তাঁকে অস্ত্রোপচার করা হয়েছে। হয়েছে কসমেটিক সার্জারি। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন সন্তানরা। সারা এবং ইব্রাহিমের সঙ্গে সঙ্গে শাহরুখ ( Shah Rukh  Khan ) তাঁকে দেখবেন বলে রওনা দিয়েছেন।

Advertisment

এদিকে, তাঁর নিজ বাসভবনের এই ঘটনায় নানা প্রশ্ন উঠছে। যেমন? কেউ কেউ এমনও বলেছেন তারকাদের সঙ্গে যদি এই ঘটনা হয় তাহলে সাধারণ মানুষদের কী হবে? একজন হাই প্রোফাইল তারকার বাড়ির বাইরে কোনও সিকিওরিটি নেই কেন? সেই নিয়েও কথা উঠেছে। যদিও এখন তিনি সমস্ত বিপদের বাইরে। আতঙ্কের কারণ নেই সইফকে নিয়ে। কিন্তু, চিরুনি তল্লাশি চালিয়ে তদন্ত করছে পুলিশ।

এদিকে, তাঁর প্রতিবেশী করিশ্মা তান্না ( Karishma Tanna ), যিনি নিজেও সিরিয়াল এবং সিরিজে জনপ্রিয় মুখ। সইফের ( Saif Ali Khan ) প্রতিবেশী তিনি। শুধু তাই নয়, তিনি নাকি বহুদিন ধরেই জিজ্ঞেস করছেন সুরক্ষা বাড়ানোর জন্য। তাহলে কি নিজের সোসাইটির বাইরে এমন কিছু দেখেছিলেন তিনি? নাকি সুরক্ষা নিয়ে তাঁর বহুদিন নানা প্রশ্ন ছিল? অভিনেত্রী নিজেও বান্দ্রার মানুষ। শুধু তাই নয়, সেই এলাকায় বহু তারকারা থাকেন। এবং শেষ কিছু মাসে নানা রকম হত্যাকারী হামলা হয় চলেছে সেখানে।

Advertisment

আরও পড়ুন  -   Saif Ali Khan-Sreelekha Mitra: ছুরিকাঘাতে বেঁচে আছেন সইফ, তাঁর মধ্যেই শ্রীলেখার পোস্ট, 'তখন যদি বিয়ে না হত...'

করিশ্মা এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, "বাড়ির নিচে এখন কত পুলিশ এবং মিডিয়া। অদ্ভুত দৃশ্য চারিদিকে। কিন্তু আমি বহুদিন ধরে বলে আসছি যাতে নিরাপত্তা বাড়ানো হয়। আমার মনে হয় এই ঘটনাটা একটা কলের মত, যে এবার বান্দ্রাবাসীর নিজের সুরক্ষার কথা ভাবা উচিৎ। একবছরের বেশি সময় ধরে আমি বলে যাচ্ছি এই নিরাপত্তা প্রসঙ্গে। বিশেষ করে যিনি সিকিওরিটি গার্ড উনি একেবারেই ট্রেনিং প্রাপ্ত নন। এদিকটা ভাবতে হবে। এরকম ভয়ঙ্কর কোনও ঘটনা ঘটলে, যদি কেউ বিল্ডিংয়ে ঢুকে আসে, তাহলে তাঁকে সামলাতে পারবেন না গার্ডরা। একটা পরিবার কী করে সামলাবে পরিস্থিতি? খুব ভয়ঙ্কর।

উল্লেখ্য, সইফ আলি খানের বাড়ির বাইরে থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভোর রাত নাগাদ করিনা হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, অভিনেতা সইফ আলী খানের ছোট ছেলে জেহ আলি খানের ঘরের দিকে ঢুকতে যাচ্ছিল সেই হামলাকারী। তাঁর ন্যানি চিৎকার চেঁচামেচি শুরু করতেই সইফ বাইরে আসে। তারপরই ঘটে এমন ঘটনা।

bollywood saif ali khan Bollywood Actor
Advertisment