/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/laal-kaptan-759.jpg)
'লাল কাপতান' ছবিতে সইফ আলি খান।
শুক্রবার ৪৯তম জন্মদিন পালনে ব্যস্ত সইফ আলি খান। আর এদিনই তাঁর পরবর্তী ছবি 'লাল কাপতান' ছবির ফার্স্টলুক। ছবিতে নাগা সন্ন্যাসীর ভূমিকায় দেখা যাবে সইফকে। অন্তত এদিনের টিজার সেইদিকেই ইঙ্গিত করছে। তবে ছবির ঝলকে বোঝা গেল আরও একটা অনবদ্য ছবি করতে চলেছেন সেক্রেড গেমস অভিনেতা।
'এন এইচ ১০' খ্যাত নভদীপ সিংয়ের পরিচালনায় ১১ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। ইরস ইন্টারন্যাশানাল ও কালার ইয়োল প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হচ্ছে 'লাল কাপতান'। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির প্রথম পোস্টার যেখানে ভিন্নলুকে দেখা দিয়েছিল সইফ। আনন্দ এল রাইয়ের বক্তব্য অনুযায়ী, ''আমাদের বিশ্বাস এবং ভরসা রয়েছে ছবির কাহিনির উপর। 'লাল কাপতান' নিজের একটা পরিচয় তৈরি করবে।''
Red has never looked better!
Happy Birthday #SaifAliKhan
Presenting #LaalKaptaan, 11th October ! Directed by Navdeep Singh @ErosNow | @nopisingh | @zyhssn | @deepakdobriyal | #ManavVij | @cypplOfficial@ErosIntlPlcpic.twitter.com/i7CkgYsMpm— AANAND L RAI (@aanandlrai) August 16, 2019
আরও পড়ুন, আবার বলিউডে টোটা, পর্দায় পরিণীতি-অদিতি
সম্প্রতি নেটফ্লিক্সের সেক্রেড গেম সিরিজের দ্বিতীয় সিজনের স্ট্রিমিং শুরু হয়েছে ১৫ অগাস্ট থেকে। সেই সিরিজে সরতাজ সিংয়ের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। তবে 'লাল কাপতান' ছাড়াও পতৌদিকে দেখা যাবে 'দিল বেচারা', 'জওয়ানি জানেমন' এবং 'তানাজি:দ্য আনসাং ওয়ারিয়র'।
Read the full story in English