Saif Ali Khan-Akash Kailash: সইফ আলি খানকে নিয়ে আলোচনার শেষ নেই। শেষ কিছুদিনে, তিনি শরীর নিয়ে যা ভুগলেন, তাতে এখন তার পারিবারিক তরফে অনেকটাই সুরক্ষা বলয় বানিয়ে রাখা হয়েছে। সইফ তাঁর বয়ান দিয়েছেন পুলিশের কাছে। কিন্তু, অভিনেতার হামলাকারী হিসেবে একজনকে চিহ্নিত করা হয়েছিল, তারপর নাকি সেই মানুষটির জীবন ধ্বংস হয়ে গিয়েছে।
৩১ বছর বয়সী আকাশ কৈলাস কানোজিয়া, তাঁকে ভুলবশত ধরেছিল মুম্বাই পুলিশ। তারপর, তাঁর জীবন একদম দুর্বিষহ হয়ে উঠেছে। সেই ব্যক্তিকে সন্দেহের বশে গ্রেফতার করা হলে, তাঁর অতীত বর্তমান সব শেষ হয়ে গিয়েছে বলেই দাবি করেছেন তিনি। সেই ব্যক্তি জানিয়েছেন, এমনকি তাঁর বিয়ে পর্যন্ত ভেঙে গিয়েছে! তাঁর জীবনে যে দুর্ভোগ এভাবে নেমে আসবে তিনি ভাবতেও পারেননি। কী জানিয়েছেন তিনি?
এই ব্যক্তির কথায়, "একটা জিনিষ পুলিশ কী করে তাহলে ভুলে গেল, এবং তাঁদের নজরে পড়ল না যে আমার একটা গোঁফ আছে। যেখানে, সেই ব্যক্তি যিনি সইফ আলি খানকে ( Saif Ali Khan ) আক্রমণ করেছিলেন, তাঁর গোঁফ দাঁড়ি কিছু নেই। আমায় এভাবে কেন যে আটক করা হল, এবং তাঁর থেকেও বড় কথা, আমার জীবনটা শেষ হয়ে গেল।" বিলাসপুরের এই মানুষটি, মুম্বাই এসেছিলেন নিজের হবু বৌয়ের সঙ্গে দেখা করতে। কিন্তু, এখন তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানিয়েছেন, "আরপিএফ পার্সোনাল শুধু আমায় গ্রেফতার করেননি। বরং প্রেস রিলিজ দিয়ে আমার ছবি দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হল। টিভি চ্যানেল থেকে মিডিয়া সর্বত্র আমায় দেখানো হল। এবং এর ফলস্বরূপ আমার সঙ্গে মেয়ের বাড়ির লোক সম্পর্ক ছিন্ন করেছে। তাঁরা আমার সঙ্গে যোগাযোগ রাখছে না। তাঁরা বিয়েটা ভেঙে দিয়েছে। এবং, আমার কাজটাও চলে গিয়েছে। আমি এখন পুরো ফাঁকা হাত। কেমন যেন ওলটপালট হয়ে গেল জীবনটা।
সেই, ব্যক্তি হতাশ হয়ে পড়েছেন এই ঘটনায়। তিনি পুলিশের কাছে অনুরোধ করেছিলেন যেন, সবকিছু ভাল করে খতিয়ে দেখা হয়। তারপরেও পুলিশ শোনেননি। এবং, অনেকেই জানেন যে আসল অভিযুক্ত যিনি তিনি নাকি বাংলাদেশের মানুষ।