বহুদিন পর, আবারও বহু প্রজন্ম কথা বলছে আরেকটি ছবি নিয়ে। নিউকামারদের অভিনয় নিয়ে আবারও কথা হচ্ছে। আহান পান্ডে এবং অনিত পাদ্দা অভিনীত সাইয়ারা নিয়ে আলোচনা তুঙ্গে। আবারও রোমান্টিক ছবিতে বলিউডের বড় বাজিমাত। মোহিত সুরি, যিনি দর্শকদের ট্রোমা দিতে ভালবাসেন, এবার ততটাও দর্শকদের মন ভাঙেননি। কিন্তু, ডেবিউ ছবি হিসেবে আহান বেশ নজর কেড়েছেন। কিছু বিতর্ক এবং সমালোচনা রয়েই যাচ্ছে। যেমন?
সিনেমার ক্ষেত্রে জেনারেশন গ্যাপ বিষয়টা খুব গুরুত্ব রাখে। এক প্রজন্মের আরেক প্রজন্মের ছবি সহজে পছন্দ হয় না। এবং একটু খেয়াল করলে দেখা যাবে, সাইয়ারা ছবির ক্ষেত্রেও ঠিক একইরকম ঘটনা দেখা যাচ্ছে। এবং, বহু এমন দৃশ্য দেখা যাচ্ছে যেখানে GENZ- রা কেঁদে কেটে একসার। কেউ কেউ তো উথাল পাতাল অবস্থা। আবার কেউ কেউ হাতে ড্রিপ নিয়েই চলে গিয়েছে ছবি দেখতে। তাঁদের এই অতিরিক্ত বাড়াবাড়ি দেখে অনেকেই রেগে আগুন। বেশিরভাগ এমনি মন্তব্য করছেন যে, এতটাও দুঃখজনক নয় এই ছবি। বেশ কিছু এমনও মন্তব্য করছেন, যারা একসময় শাহরুখের বীর জারা কিংবা সলমনের তেরে নাম দেখে হজম করেছেন, তাঁদের কাছে এই ছবি কিছুই না।
Influencer Tragic Death: মর্মান্তিক! জোরাজুরিতেই প্রাণ গেল ইনফ্লুএন্সার…
আবার বেশ কিছু যারা ত্রিশ ছুঁইছুঁই, তাঁদের অনেকেরই বেশ ভাল লেগেছে এই ছবি। সমাজ মাধ্যমে খেয়াল করলে দেখা যাবে, তাঁরা অনেকেই এমন মন্তব্য করেছেন, যারা সিনেমাহলে বসে অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন তাঁদের কারণেই এই সিনেমা সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছে। আদতে, দেখতে ভালই লাগবে। এদিকে, তারকারা এই ছবি নিয়ে কী বলছেন? GENZ দেবদ্রিতা তাঁর প্রেমিক রাহুলকে নিয়ে গিয়েছিলেন এই ছবি দেখতে। এবং অভিনেত্রীর কথায়... "প্রত্যেক পরিচালকের একটি নির্দিষ্ট চয়েস থাকে, ছবি বানানোর একটা ধরন থাকে। মোহিত সুরি এমন ধরনের ছবি বানান। আমার রোমান্টিক লাভ স্টোরি ভাল লাগে। সিনেমাটোগ্রাফি বেশ ভাল। উনার একটা ধরন আছে। শুধুমাত্র একটা দর্শককে কেন্দ্র করে বানানো হয়েছে, এটা নয়। আহান খুব ভাল কাজ করেছে। আর প্রতিটা ছবি আলাদা। তাই, কম্পেয়ার করার জায়গাই থাকে না। বীর জারা একটা লিজেন্ডারি ছবি। এবং, তাঁর সঙ্গে অন্য কিছু নিয়ে বিবাদ করার জায়গা নেই। আমার ভাল লেগেছে। রাহুলের খুব ভাল লেগেছে।"
Varun Dhawan: 'আমাকে বাড়ি থেকে...', সন্তানের জন্য স্ত্রী নাতাশাকে নিয়ে কোন আতঙ্কের কথা শেয়ার করলেন বরুণ?
অন্যদিকে, মানসী সেনগুপ্ত তিনি কী বলছেন? তাঁর বয়েসটা আরেকটু উপরের দিকে। অভিনেত্রী গিয়েছিলেন সেই ছবি দেখতে। তিনিও কি কেঁদে ভাসালেন? মানসীকে বলতে শোনা যায়, "ভাল লেগেছে। একবার দেখতে ভালই লাগবে। কিন্তু আমি কাঁদতে পারিনি। আমার কান্নাটা এল না। আমি কি ইমোশনহীন হয়ে গেলাম? নাকি এই সিনেমাটার জন্য আমার বয়স বেড়ে গিয়েছে?" সবমিলিয়ে এই ছবি আবারও আলোচনায়। এবং, ফের একবার নতুন জুটি নিয়ে কথাও হচ্ছে। এবং এই ছবি শেষ এক সপ্তাহে সহজেই মাইলস্টোন সৃষ্টি করেছে।