Varun Dhawan As Father: সময়ের সঙ্গে জীবনেও আসে নানা পরিবর্তন। ছকভাঙা জীবনধারা থেকে বেরিয়ে নিজেকে নতুনভাবে গড়তে হয়, তা সে সাধারণ মানুষই হোক বা সেলিব্রিটি। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে পেশাজীবনে প্রবেশ তারপর জীবনসঙ্গীর সঙ্গে আরও এক নতুন অধ্যায়ের সূচনা। এরপর পরবর্তী প্রজন্মের হাত ধরে জীবনটাকে ফের নতুন ছাঁচে ফেলা। সময়ের স্রোতে বহমান জীবনের গতিপথ বদলে ফেলার এমনই এক অভিজ্ঞতা ভাগ করলেন বলিউড স্টার বরুণ ধাওয়ান। ২০২৪-এর ৩ জুন বরুণ-নাতাশার জীবনে আসে তাঁদের প্রথম কন্যা সন্তান। বাবা হওয়ার পর জীবন কতখানি বদলে গিয়েছে এবং কোন কাজগুলো করলে স্ত্রী বাড়ি থেকে বেরও করে দিতে পারেন সেই নিয়ে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বললেন বরুণ।
অভিনেতা বরুণ ধাওয়ান জানালেন, বাবার ভূমিকা তাঁর জীবনে কী কী পরিবর্তন এনেছে। ই টাইমস-কে তিনি বলেন, 'প্রতিদিন নিজেকে আরও ভাল বাবা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।' বরুণের অকপট স্বীকারোক্তি, বাবা হওয়ার পরও এখনো বুঝে উঠতে পারেননি যে ঠিক কতটা দায়িত্ব কাঁধে নিতে হবে। তবে মা হিসেবে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। বরুণ জানান, লারার সব কিছুই নিজে হাতে সামলান স্ত্রী নাতাশা দালাল।
আরও পড়ুন 'দেখতে দেখতে আজ...', শেফালির মৃত্যুর মাসপূর্তিতে আবেগপ্রবণ পোস্টে শ্রদ্ধাঞ্জলি পরাগ ও পোষ্যর
ড্যাডি কুলের কথায়, 'সন্তানের জন্মের পর প্রাথমিক পর্যায়ে ময়েরাই অদ্ভুতভাবে সবকিছু রপ্ত করে ফেলে। আমি এখনও বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করছি। কী ভাবে আরও দায়িত্বশীল হওয়া যায় পুরুষদের অনেক সময় এই পরিবর্তন বুঝে নিতে একটু সময় লাগে। আপাতত নাতাশা পুরোটা সামলাচ্ছে। তাই আমি ওকে পুরো কৃতিত্ব দিতে চাই।' মজার ছলে বললেন, 'টিভির ভলিউম কমিয়ে রাখি, না হলে স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দেবে'। মেয়ের সঙ্গে কী ভাবে সময় কাটান বরুণ?
আরও পড়ুন 'ঠাকুমা যখন ছিলেন...', ছোটবেলার রবিবাসরীয় ছুটির দিনের স্মৃতিচারণায় জিয়া নস্ট্যাল শুভাশিষ
বরুণ জানান, 'আমি এখন শুধু আমার মেয়ের সঙ্গে খেলাধুলা করি। বাবা হওয়া সত্যিই বেশ মজার। প্রতিনিয়ত চেষ্টা করছি আরও ভাল বাবা হতে। যদিও এখনো পুরোপুরি সেটা হয়ে উঠতে পারিনি। এখন টিভির ভলিউমও খুব কম করে রাখি। নাহলে আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দেবে।' প্রসঙ্গত,২০২১ সালে বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল প্রাইভেট সেরিমণিতে বিয়ে করেন। তাঁদের ২০২৪ সালের ৩ জুন লারাকে নিয়ে শুরু হয় জীবনের নতুন জার্নি।
আরও পড়ুন ছিপছিপে গড়ন পেতে মারাত্মক সিদ্ধান্ত! খাওয়াদাওয়া বন্ধ করতেই কঠিন রোগে আক্রান্ত উরফি