কিছু সময় এমন ধরনের ছবি আসে, যেখানে সব প্রজন্মের মানুষই সেই নিয়ে কথা বলে। এক সময় শোলে এসেছিলে এমন এক জনপ্রিয় ছবি হিসেবে। আজও সেই ছবি নিয়ে নানান ধরনের আলোচনা হয়। খেয়াল করলে দেখা যাবে, শোলে এমন এক ছবি, যা জেনারেশন গ্যাপ বিষয়টাই ভুল প্রমাণ করেছিল। বর্তমানে আরো একটি ছবি নিয়ে এমনই চর্চা এবং আলোচনা হচ্ছে।
বহুদিন পর মোহিত সুরি, আরেকটি রোমান্টিক ছবি ডেলিভার করেছেন দর্শকদের কাছে। এক ভিলেনের পর, আবারও অনেকেই এই ছবি দেখতে যাচ্ছেন। ১৩-১৫ থেকে ২৮-৩০, অনেকেই এই ছবির প্রশংসা করেছেন। আবার কেউ কেউ এমনও মন্তব্য করেছেন ছবিটি অত্যন্ত বেশি মেলোড্রামাটিক। কিন্তু অল্প দিনেই আহান পান্ডে এবং অনিত পান্ডা অভিনীত এই ছবি, যেভাবে কামাল করছে বক্স অফিসে, তাতে বাহবা দিতেই হয়। এবং, খেয়াল কোলে দেখা যাবে শাহরুখ খানের অন্যতম রোমান্টিক সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে এই ছবি। এক সময় অভিনেতা জানিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে রোমান্স নাকি স্ক্রিন থেকে রিটায়ার করে যাবে।
Aamir Khan: আমিরের বাড়িতে কেন এলেন IPS-অফিসাররা? বড় কোনও বিতর্কে মি…
কিন্তু, তাঁর রোমান্টিক ছবিকে পিছনে ফেলে দিল সাইয়ারা। শেষ দশ দিনে এই ছবি রোজগার, ২৪৭ কোটি। এবং শেষ রবিবার এই ছবি আয় করেছে ৩০ কোটি টাকা। প্রথম রবিবার দেশ এবং দেশান্তরে নানান জায়গাতেই ছবির হাউজফুল ছিল। রিপোর্ট বলছে, রোমান্স কিং শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসকে এই ছবি পেছনে ফেলেছে। দীর্ঘ অনেক সপ্তাহ রান করার পর চেন্নাই এক্সপ্রেস অর্জন করেছিল ২২৭ কোটি টাকা। যদিও সেই সময়, অর্থাৎ ১২ বছর আগে ২২৭ কোটি টাকা এখন অনেক টাকারই সমান। প্রায় ডাবল টাকার হেরফের। কিন্তু, নতুন জুটি যেভাবে স্ক্রিনে আলোড়ন ফেললেন, তাতে সাবাশি দিতেই হয়।
সাইয়ারা প্রথম দিন থেকেই আলোড়ন ফেলেছে। তরণ আদর্শ নিজের সমাজ মাধ্যমে এই ছবিকে মেজর ফোর্স হিসেবেও বর্ণনা করেছেন। এবং আশা করা হচ্ছে ৩০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে এই ছবি। এবং সেই নিয়েও রয়েছে আলোচনা। এই ছবি কারওর কাছে অতিরিক্ত চোখের জলের কারণ, এবং অনেকেই এই ছবিকে রোমান্টিক সিনেমা হিসেবে অনেকেই উপভোগ করেছেন। এবং আহানকে দেখে অনেকেই মুগ্ধ।