দাবাং থ্রি-র সাফল্যের পরে এবার আগামী বছরের ঈদের স্লট বুক করে ফেললেন সলমন খান। শুক্রবার ১০ জানুয়ারি ঘোষণা করলেন ছবির নাম-- 'কভি ঈদ কভি দিওয়ালি'। এই ছবির প্রযোজক কিন্তু সলমন নন, তাঁর প্রিয় বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা আর ছবিটি পরিচালনা করবেন ফারহাদ সামজি, যিনি সম্প্রতি পরিচালনা করেছেন 'হাউসফুল ৪'।
সলমন শুক্রবার এই খবরটি জানিয়েছেন টুইট করে। ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল এই ছবির মূল প্রতিপাদ্য বিষয়। সাম্প্রতিক সময়ের কিছু ঘটনাবলী সেই ছবিতে থাকবে কি না তা অবশ্য এখন থেকেই বলা সম্ভব নয়। ছবিতে আর কোন কোন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে তা অবশ্য এখনও জানা যায়নি।
আরও পড়ুন: গর্ভস্থ প্রথম দুই সন্তানকে হারিয়েছিলেন কাজল
সলমন খানের বহু ছবিতেই এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি এসেছে। শুধু দুই ধর্মের মানুষের মধ্যে প্রেমই নয়, ভারত ও পাকিস্তান দুই দেশের সাধারণ মানুষের মধ্যে প্রেম-প্রীতি-ভালবাসাও এসেছে তাঁর ছবিতে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য-- 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যয়' ও 'বজরঙ্গি ভাইজান'।
'কভি ঈদ কভি দিওয়ালি'-তেও তেমনই কোনও বার্তা থাকবে বলে ধারণা।
তার আগে সকলের নজর এই বছর ঈদের দিকে। এই বছর ওই সময় মুক্তি পেতে চলেছে 'রাধে'। সলমনের বিপরীতে ওই ছবিতে রয়েছেন দিশা পাটনি। অন্যান্য চরিত্রে রয়েছেন রণদীপ হুদা ও জ্যাকি শ্রফ। এখন জোরকদমে সেই ছবির শুটিং ও অন্যান্য কাজে ব্যস্ত সলমন। পরিচালকের ভূমিকায় রয়েছেন প্রভু দেবা ও প্রযোজনা করছেন সোহেল খান, সলমন খান ও অতুল অগ্নিহোত্রী।