Advertisment
Presenting Partner
Desktop GIF

ফ্যানেদের সুশান্তের পরিবারের পাশে থাকার অনুরোধ সলমনের

শনিবার টুইটারে, তাঁর ভক্তদের সুশান্তের ফ্যানেদের আবেগকে বুঝে তাঁদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন সলমন খান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্তের ফ্যানেদের পাশে দাঁড়ানোর আর্জি সলমনের। ফোটো- সুশান্ত ও সলমনের ইনস্টাগ্রাম

স্বজন হারানোর ব্যথা বোঝেন ভাইজান। সম্প্রতি বলিউড হারিয়েছে তাঁর এক ইয়ং বুদ্ধিদীপ্ত অভিনেতাকে। সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে কার্যতই ভেঙে পড়েছে তাঁর পরিবার ও ভক্তরা। বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনাও শোনা গিয়েছে তারপর। প্রসঙ্গত, ১৪ জুন মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেন সুশান্ত। তারপর থেকেই সলমন খানের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

Advertisment

এই সপ্তাহেরই প্রথমদিকে মুজাফফরনগরের আইনজীবী সুধীর কুমার ওঝা বলিউডের প্রথম সারির মুখ প্রযোজক আদিত্যে চোপড়া, সলমন খান, করণ জোহর, একতা কাপুর ও পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে একটি পিটিশন ফাইল করেন।

আরও পড়ুন, ‘পেহলা নাশা’র সেই চকোলেট বয় আজ চুলে পাক ধরা বাবা!

শনিবার টুইটারে, তাঁর ভক্তদের সুশান্তের ফ্যানেদের আবেগকে বুঝে তাঁদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন সলমন খান। অভিনেতাকে হারিয়ে পরিবার ও ভক্তদের মনের অবস্থা বোঝার চেষ্টা করার পরামর্শও দিয়েছেন ভাইজান।

তিনি লেখেন, ''আমার ফ্যানেদের অনুরোধ করছি এই দুঃসময়ে সুশান্তের ফ্যানেদের পাশে দাঁড়াতে। তাদের মনে অবস্থা বুঝে কোনো খারাপ কথা বলা এবং বাজে ব্যবহার করা থেকে বিরত থাকুন। পারলে তাদের পাশে দাঁড়ান ও পরিবারের পাশে থাকুন। প্রিয়জনের চলে যাওয়ার ক্ষতি অপূরণীয়।''

আরও পড়ুন, ”যে চলে গেল আমরা তাঁকেই শ্রদ্ধা করতে ভুলে গেছি”, সুশান্ত প্রসঙ্গে সুতপা শিকদার

সুধীর কুমার ওঝা অভিযোগ এনেছেন, এই প্রভাবশালী ব্যক্তিরা উঠতি তারকাদের কেরিয়ার ক্ষতিগ্রস্থ করে। পাটনা জন্মগ্রহণ করা এই অভিনেতা কাই পো চে, এম এস ধোনি, ছিছোড়ে-র মতো ছবির জন্য জনপ্রিয়।

তবে কেবল সলমনই নন, বেশকিছু পরিচালকও রয়েছে অভিযুক্তের তালিকায়।

Read the full story in English 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

salman khan Sushant Singh Rajput
Advertisment