/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/sk.jpg)
সলমন খান
টাইগার থ্রি সিনেমা নিয়ে উত্তেজিত সলমন ভক্তরা। দীর্ঘদিন পর আবার সেই জুটি! সলমন এবং ক্যাটরিনা আসতে চলেছেন। শাহরুখের ক্যামিও হতে চলেছে এই সিনেমায়। কিন্তু, তাঁর আগেই বেজায় চোট পেয়েছেন তিনি। আবার কী হল তার?
সলমনের সোশ্যাল মিডিয়ায় মিলেছে সেই ঝলক! জিম করতে গিয়েই বিপদ ঘটিয়েছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই তথ্য। এমনিও বয়স বাড়ছে, সলমন লাগাতার জিম করতে করতে মাঝেমধ্যেই আঘাত পাচ্ছেন। কিন্তু তাঁকে দমিয়ে রাখা দায়। তবে, এবার নিজে মুখেই বললেন... টাইগার আহত! লিখলেন...
আরও পড়ুন < ‘ছেলে জয়ের জন্য শাকিবের চিন্তা খুব বেশি…!’ বিতর্কের মাঝেই মুখ খুললেন প্রাক্তন অপু বিশ্বাস >
যখন তুমি মনে কর, গোটা বিশ্বের চাপ তুমি তোমার কাঁধে নিয়ে ঘুরছ তখন সে বলে, দাঁড়াও দুনিয়াকে বাদ দাও! বরং আরও কয়েকটা ৫ কিলোর ডাম্বেল নিজের কাঁধে তুলে দেখাও। টাইগার এখন আঘাত পেয়েছেন। খুব অসুস্থ। কাঁধে ব্যান্ডেজ, টাইগার প্রিন্টের ব্যান্ডেজ লাগিয়েছেন তিনি। কিন্তু সলমনের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন অনেকেই। তাঁর ভক্তরা সুস্থতা কামনা করেছেন। কেউ বলছেন...
ভাইজান তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আবার কেউ বলছেন, এই বয়সে এত বাড়াবাড়ি না করলেই হয়। আবার কেউ বললেন, নিজের খেয়াল রাখুন। কিছুদিন আগেই রিলিজ করেছিল কিসি কা ভাই কিসি কা জান, যদিও সেই ছবি একেবারেই কামাল করতে পারে নি। একজন অর্জুনের লক্ষ্য শুধু টাইগার থ্রির দিকেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us