scorecardresearch

‘ছেলে জয়ের জন্য শাকিবের চিন্তা খুব বেশি…!’ বিতর্কের মাঝেই মুখ খুললেন প্রাক্তন অপু বিশ্বাস

তাহলে কি বুব্লিকে ভুলে এবার অপুর সঙ্গেই সংসার বাঁধতে চলেছেন শাকিব?

shakib khan, apu bswas, shakib apu, shakib apu, shakib apu relationship, shakib apu controversy, entertainment news, bollywood udate, bolly news, news update, indian express entertianment news, indian express news, শাকিব খান, অপু বিশ্বাস, শাকিব-অপু,
শাকিব-অপু

শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে জোরালো চর্চা দুই বাংলায়। অভিনেত্রীর মন্তব্য ঘিরে মাঝেমধ্যেই শোরগোল। ছেলে জয়কে নিয়েই তাঁর নানা অভিযোগ…কিন্তু এসবের মাঝেই এক বিস্ফোরক দাবি করেছেন তিনি।

শাকিব খান, এবং অপুর ছেলে জয়, তাঁর জন্মের পর থেকেই অপু নানা ধরনের অভিযোগ করেছিলেন। তবে, এখন পরিস্থিতি অনেকটাই সামলেছে তাঁদের মধ্যে। ছেলে জয় নাকি, এখন পুরোটাই বাবা নেওটা! একথাই সংবাদমাধ্যমে জানিয়েছেন অপু। এমনিও এখন বুবলির সঙ্গে মনোমালিন্য তাঁর। কিন্তু ছোট ছেলে বীরের সঙ্গে এখন যথেষ্ট ভাল সম্পর্ক। জন্মদিনেও একসঙ্গে সময় কাটিয়েছেন। কিন্তু অপুর সন্তানের সঙ্গে তাঁর ঠিক কেমন সম্পর্ক?

আরও পড়ুন [ রাজনীতি থেকে পরিণীতি? ‘কোলে তুলে নিন..’, হাসি ধরছে না রাঘব-পরিণীতির! ]

জয় তাঁর ফার্স্ট বর্ন, ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক একসময় বেশ জটিল ছিল। অপু এমনও জানিয়েছিলেন, ছেলে হওয়ার পর তাঁকে দেখতে আসা নিয়েও অশান্তি করেছিলেন তাঁরা। কিন্তু এখন এসবই অতীত। বলা উচিত, ছেলে জয়কে এখন শ্বশুরবাড়ির লোকজনের কাছেই রেখে আসেন অপু। নিজেই এক সাক্ষাৎকারে বলেন, “আমার আর এখন ওকে নিয়ে চিন্তা হয় না। ও বেশিরভাগ সময় ওর বাবার পরিবারের সঙ্গেই থাকে। আমার থেকে বেশি চিন্তা করে শাকিব। যখন, ছেলের খোঁজ নিত না তখন সমস্যা হত। এখন আমি অনেকটাই চিন্তামুক্ত, এদিকওদিক যেতে পারি”।

কিছুদিন আগেই শাকিব জানিয়েছিলেন, বুবলির সঙ্গে আর সম্পর্ক রাখতে পারবেন না। তারপর থেকেই বাংলাদেশের অভিনেত্রী মুখ খুলেছিলেন ফের। শাকিবকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছিলেন। তবে, এখন তাঁদের মধ্যে দূরত্ব এই গুজবের জন্ম দিচ্ছে, তাহলে কি অপুর সঙ্গেই আগামীতে ঘর বাঁধতে চলেছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shakib khan apu biswas son joy apu said shakib worried about him