মিউজিক বিট কানে আসলেই বোঝা যায় সলমন খানের গান। একটাই বিশেষণ তার স্টারডামের ,তিনি বলিউডের ভাইজান। মাচো স্টার, প্রায় তিন দশকেরও বেশি সময় নিয়ে লম্বা ইনিংস খেলে চলেছেন তিনি। নাচের বিষয় এলে তাতে খুব একটা সিদ্ধহস্ত নয় তবু মেহবুব স্টুডিয়োর যেকোনও ফ্লোর মাতাতে তার জুড়ি মেলা ভার। তিনিই পারেন কথায় কথায় শার্ট খুলে দিতে, আর তোয়ালেকে নাচের প্রপ হিসাবে ব্যবহার করতে। জীবনের ৫৩টা বসন্ত পার করে ফেললেন সলমন খান।
Advertisment
লার্জার দ্যান লাইফের সমীকরণে সলমন খান এমন একজন সুপারস্টার যার কথা ভেবে গান তৈরি হয়। গীতিকাররাও চেষ্টা করে 'ভাই' শব্দটা না এড়িয়ে গানের মধ্যে রাখার। কিংবা ভাইজম বিষয়টা তো গানে থাকেই। আজ তাঁর জন্মদিনে রইল এমন কয়েকটি চার্টবাস্টার গানের তালিকা যা যুগের পর যুগ ধরে সাক্ষী ভাইজানের স্টারডামের।
সোয়্যাগ সে করেঙ্গে সবকা সওয়াগত (টাইগার জিন্দা হ্যায়, ২০১৭)
সলমন খানের এই সাইন্ডট্র্যাক তো বিগ বসেও ব্যবহার করা হয়। ভাইজানের কাওকে পরোয়া না করার যে স্টাইল এই গান তো তারই দর্শনধারী।
আজ কি পার্টি মেরি তরফ সে (বজরঙ্গী ভাইজান, ২০১৫)
বছরের পর বছর ঈদে সলমনের ছবি মুক্তি পায়। বিষয়টা অনেকটা চিরন্তন সত্যের জায়গায় পৌঁছে যাচ্ছে। আর সেই প্রত্যেক ছবিতে একটা ঈদ নাম্বার থাকবেই। এই গানটি তারই উদারহণ। তারওপরে যদি করিনা কাপুরের আদাব থাকে তাহলে তো কথাই নেই।
এক্কেবারে ফ্রাইডে নাইটের গান। কিকের এই ডান্স নাম্বার সলমনের হাসিখুশি মেজাজকে সামনে আনে। কোরিওগ্রাফার ভাইজানের সেটে থাকে ঠিকই কিন্তু সলমন তো আপন তালেই মগ্ন। নিজের কোরিওগ্রাফার নিজেই। গানের লাইনে 'জুম্মে কি রাত' এবং 'আল্লা বাঁচায়ে মুঝে তেরে বার সে'-র মতো কথা বোঝায় সলমনের গান শুনছেন আপনি।
মাসাহআল্লা (এক থা টাইগার, ২০১২)
উটিউবে এই গানের ভিউ ৫৫ মিলিয়ন। এই আরাবিয়ান থিম সঙ সলমনের প্রায় প্রত্যেকটি স্বভাবকে তুলে ধরে। এই গানে হাবিবি গানটার মতো উত্তেজনা রয়েছে। যা সলমন ফ্যানেদের বুঝতে সুবিধে করে দেয় যে এই গানে নিশ্চয়ই আসর মাতাচ্ছেন সল্লুভাই, সঙ্গে ক্যাটরিনার বেলি ডান্স। বুঝতেই পারছেন। বিনোদনের জগতে সলমনের গান নিঃসন্দেহে অনেকটা জায়গা জুড়ে রয়েছে।
ক্যারেটার ঢিলা হ্যায় (রেডি, ২০১১)
এই গানটা তো চিরকালের হিট, যেন বিইং সলমনের প্রকাশ্যে আসা। অমিতাভ ভট্টাচার্যের কথায় এই গানটা সামনে আনে সলমনের ব্যাড বয় ইমেজ। আরে আপনার খারাপ লাগুক কিংবা ভাল, এটা তো মানতেই হবে সলমনের মতো পর্দায় খোলা পৃষ্ঠা হতে কজন পারে।