মুক্তি পেল নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ঠাকরে ছবির ট্রেলার। প্রয়াত শিবসেনা সুপ্রিমো বালাসাহেব ঠাকরের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই বায়োপিক। ছবিতে বালাসাহেব ঠাকরের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে অমৃতা রাওকে। নওয়াজউদ্দিন সিদ্দিকি নিঃসন্দেহে ভাল অভিনেতা। সুতরাং যেকোন কঠিন চরিত্রে তার পর্দায় অবতরণের জন্য অপেক্ষা করে দর্শক। এক্ষেত্রেও অন্যথা হল না, হতাশ করলেন না নওয়াজ। উর্দু লেখক মান্টোর বায়োপিকে শেষ দেখা গিয়েছিল অভিনেতাকে, সেখানেও তার অভিনয় প্রশংসীত হয়েছিল।
Advertisment
সাংবাদিক ও লোকসভার সদস্য সঞ্জয় রাউত চিত্রনাট্য লিখেছেন ঠাকরের। আর পরিচালকের চেয়ারে ছিলেন অভিজিৎ পানসে। শুধুমাত্র হিন্দিতে নয় মারাঠি ভাষাতেও দেখানো হবে ঠাকরে। এমনকি ইংরাজীতে ডাব করা হবে এই ছবি। তবে নওয়াজকে যে তার মারাঠি উচ্চারণের ওপর এখনও কাজ করতে হবে তা দিব্যি বোঝা গেল ট্রেলারে।
বিগত কিছু বছর ধরে বলিউডে বিতর্কিত ব্যক্তিত্বদের বায়োপিক ট্রেন্ড করছে। সে সঞ্জয় দত্তের বায়োপিক হোক কিংবা হাসিনা পারকর, সাদাত হাসান মান্টো সবগুলোই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এখন ঠাকরে কতটা সেই দিকে এগোবে তা তো সময়ই বলবে।
এর আগে নওয়াজউদ্দিন বলেছিলেন, আমার নিজের থেকেও বেশি, শিব সেনাকে অভিবাদন জানাচ্ছি কারণ তারা আমাকে চরিত্রটা করার কথা বলেছিল। এটা বিশাল ব্যাপার। আমি একজন অভিনেতা, সেরাটা পর্দায় দেওয়ার জন্য পরিচালকের সঙ্গে বসতেই হবে কিন্তু এটাই বিস্মিত হওয়ার বিষয় যে সবার আগে এনারা আমার কথাই ভেবেছেন। ২৫ জানুযারী মনিকর্ণিকার সঙ্গে বক্স অফিসের টক্করে যাবে ঠাকরে।