সলমন খানের পরবর্তী প্রোডাকশন লাভরাত্রির নাম বদলে হল লাভযাত্রী। ছবির টাইটেল নিয়ে বিতর্ক হওয়ার পর চর্চা শুরু হয় এই নিয়ে। আয়ূশ শর্মা ও ওয়ারিনা হুসেন অভিনীত এই ছবি হিন্দুদের নয় দিন ব্যাপী উৎসব নবরাত্রি নিয়ে। ছবির নতুন নাম নিজেই টুইট করে জানান সলমন খান, আবার লেখেন এটা বানান ভুল নয়। নাম পরিবর্তনের পর আয়ূশ ও ওয়ারিনার নতুন পোস্টারও টুইট করেন ভাইজান।
সূত্রের খবর, সেন্সর বোর্ডের পরামর্শ ও পরবর্তীতে করনি সেনারা যদি সমস্যা তৈরি করে তার জন্য আগে থেকেই ছবির নাম বদলে করা হল লাভযাত্রী। প্রযোজক সলমন খান ছবির রিলিজের পরে ও আগে কোনওরকম অশান্তি এড়াতেই নাম বদলের সিন্ধান্তও নেন। লাভরাত্রির ন’দিনের চিত্রনাট্যের মূল আকর্ষণ প্রেম। গুজরাট এবং লন্ডনে শুটিং হয়েছে এই ছবির। ছবির পরিচালকও নবাগত, নাম অভিরাজ মানিওয়ালা। এই বছরই ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা এই ছবির।
এর আগে ছবির টাইটেল নিয়ে ভাইজান বলেছিলেন, লাভরাত্রি সুন্দর টাইটেল। ভালবাসার থেকে সুন্দর তো কিছু হতে পারে না, সেকারণেই লাভরাত্রি নামটা রাখা। এটার মানে কখনওই কোন সংস্কৃতিকে ছোট করা নয়।
আরও পড়ুন, ঠাগস অফ হিন্দুস্থানে কেমন লুকে ধরা দিচ্ছেন অমিতাভ বচ্চন?
বিহার কোর্টে এই ছবির নাম নিয়ে সলমন খান ও প্রযোজক হাউজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় আইপিসি ধারা ২৯৫ , ২৯৮, ১৫৩, ১৫৩বি এবং ১২০বি অনুযায়ী। তার পরেই এই সিদ্ধান্ত, ও নাম বদলে লাভরাত্রি থেকে করা হলো লাভযাত্রী।