সোমবার মু্ম্বইয়ের লীলাবতি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সলমন খানের ভাইপো, আবদুল্লা খান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর। মতীন খান, সম্পর্কে সেলিম খানের ভাই ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে খবরটি জানান।
মতীন খান বলেন, ''হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেল আবদুল্লা। কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিল। কিন্তু দুদিন আগে হার্টের অবস্থা খারাপ হওয়ায় ওকে লীলাবতি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার, হৃদযন্ত্র বন্ধ হয়েই মৃত্যু হয় আবদুল্লার। সবাই ওকে ভীষণ ভালবাসত। বডি বিল্ডিং করতে ভালবাসত এবং ফিটনেসই ওর মন্ত্র ছিল।''
আবদুল্লার মৃত্যুতে গভীরভাবে শোকাহত সলমন খান। তাদের একটা পুরনো ছবি টুইট করে ভাইজান লেখেন, ''চিরদিনই তোকে ভালবাসব....।''
Will always love you... pic.twitter.com/bz0tBbe4Ny
— Salman Khan (@BeingSalmanKhan) March 30, 2020
গায়িকা-অভিনেত্রী লুলিয়া ভান্তুরও আবদুল্লার একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। তিনি লেখেন, ''তুমি বলতে, আমরা পড়ব, আমরা ভাঙব, আমরা অসফল হব তারপরে আবার উঠব, সারিয়ে নেব এবং পেরিয়ে আসব। এত তাড়াতাড়ি চলে গেলে।''
সলমন খানের জয় হো সহ-অভিনেতা, ডেজি শাহ-ও আবদুল্লার অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। একটি ফোটো শেয়ার করে তিনি লিখেছেন, ''বন্ধু তোমাকে সারাজীবন ভালবাসব।''
View this post on InstagramWill always love you my bestie... #restinpeace ❤️
A post shared by Daisy (@shahdaisy) on
আরও পড়ুন, এখনও মায়ের ড্রেসিং রুমে গেলেই মায়ের গন্ধটা পাই: জাহ্নবী
ফিটনেস গুরু ও বডি বিল্ডার ছাড়াও ফিটনেস অ্যাকসেসরিস লাইন রিয়্যাল স্ট্রং-এর কর্ণধার ছিলেন আবদুল্লা। তাঁর লাভের একটা অংশ ভারতীয় সশস্ত্র বাহিনীকে দান করতেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন