Salman Khan-Jisshu Sengupta: 'ও আমাদের পারলে মেরে ফেলবে..', যীশু সেনগুপ্তকে দেখেই গলার স্বর নরম সলমনের?

Salman Khan on jisshu: যীশু সেনগুপ্ত তাঁর পায়ে হাত দিতেই কাজল বলে বসেন, তুমি ওর থেকে সিনিয়র সেকারণেই ও পায়ে হাত দিয়ে প্রণাম করছে। কাজল এমনিও ইন্ডাস্ট্রিতে তার বন্ধুদের সঙ্গে মজা করতে ভীষণ ভালবাসেন।

Salman Khan on jisshu: যীশু সেনগুপ্ত তাঁর পায়ে হাত দিতেই কাজল বলে বসেন, তুমি ওর থেকে সিনিয়র সেকারণেই ও পায়ে হাত দিয়ে প্রণাম করছে। কাজল এমনিও ইন্ডাস্ট্রিতে তার বন্ধুদের সঙ্গে মজা করতে ভীষণ ভালবাসেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jisshu

ভাইজান যা বললেন যীশুকে নিয়ে...

 সলমন খানকে দেখে ঢিপ করে একটা পেন্নাম ঠুকলেন তিনি। তারপর? আর কী! ভাইজান সোজা চিৎকার করে উঠলেন, আরে যীশু? কী করছো টা কি? প্রসঙ্গে বাংলার ছেলে এবং বলিউড ও সাউথ কাঁপানো নায়ক যীশু সেনগুপ্ত। বর্তমানে তিনি কাজলের সঙ্গে তাঁর নতুন সিরিজের কারণে বেশ ব্যস্ত। ট্রায়াল ২ নিয়েই সলমনের জনপ্রিয় শো বিগ বসে গিয়েছিলেন তিনি। সেখানেই এমন কি বললেন তিনি যীশুকে?

Advertisment

বিগ বস মানেই সলমন খান। এবং তাঁর অনুষ্ঠানে তাঁর কাছের বন্ধুরা নিজেদের শোয়ের প্রমশন করতে হাজির হন। যিশুর সঙ্গে যেহেতু এই সিরিজে কাজল রয়েছেন, এবং তাঁরা দুজন বেশ ভাল বন্ধু - সেই কারণেই বিগ বসের ঘরে দেখা গেল তাঁকে। এবং সেখানেই সলমন যীশুকে নিয়ে বেশ আক্ষেপ প্রকাশ করলেন। যীশু নাকি তাঁদের খুন করে দেওয়ার ক্ষমতা রাখেন? স্বভাবগত ভাবে তথাকথিত ভায়োলেন্স তাঁর মধ্যে দেখা যায়নি কোনোদিন। আর সলমন খান, তিনি যখন কাউকে নিয়ে একথা বলছেন, সমালোচনা তো হবেই?

Zubeen Garg Death: প্রয়াত জুবিনের চিতাভস্ম পাবেন ভক্তরাও? নয়া উদ্যোগ প্রসঙ্গে কী যুক্তি স্ত্রী গরিমার?

Advertisment

যীশু সেনগুপ্ত তাঁর পায়ে হাত দিতেই কাজল বলে বসেন, তুমি ওর থেকে সিনিয়র সেকারণেই ও পায়ে হাত দিয়ে প্রণাম করছে। কাজল এমনিও ইন্ডাস্ট্রিতে তার বন্ধুদের সঙ্গে মজা করতে ভীষণ ভালবাসেন। তাই যীশুকে সালমানের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখে, নিজের মুখ খুলতে বাধ্য হলেন কাজল। এদিকে ভাইজান, বাঙালি নায়ক কে দেখে তার মনে একটা কথাই উঠে এলো। এবং সে কথা প্রকাশ্যে সকলের সামনে বলে বসলেন সালমান। কাজলের কথার রেস ধরেই ভাইজানকে বলতে শোনা গেল...

"ও সিনিয়র! ছেলেটা সিসিএল- এ আমাদের খুন করতে পারলে বাঁচে। আমাদের মেরে ধরে একশার করে দেয়। ওর লক্ষ্যই থাকে যাতে ও আমাদেরকে মার্ডার করতে পারে।" তাঁর এই বক্তব্য শুনে হেসে খুন যীশু সেনগুপ্ত। CCL অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লিগ। বাংলার টিম সে ক্রিকেট খেলায় দুরন্ত মোডে থাকে। সেই সময় যীশুকে অন্যরকম অবতারে দেখা যায়। এবং বছর এক আগে তো তাঁরা জিতেও এসেছেন এই ক্রিকেট লিগ। সেকারণেই যে যীশু আরও নজর কেড়েছেন, সেকথা বলাই যায়।

jisshu sengupta salman khan