/indian-express-bangla/media/media_files/2025/09/19/zubeen1-2025-09-19-17-50-43.jpg)
যা জানা যাচ্ছে...
Zubeen Garg Death: ভারতীয় সঙ্গীতে হঠাৎ করেই নেমে এসেছে শোক। জুবিনের আকস্মিক মৃত্যু অসমের সঙ্গে সঙ্গে সারা ভারতের ভীত নাড়িয়ে দিয়েছে। এমন একজন শিল্পী যিনি সাধারণের আওয়াজ হয়ে উঠেছিলেন তাঁর মৃত্যু মেনে নেওয়া সম্ভব হয়নি কারওঁর। তাই তো, সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ আসার পর এদেশে আবার নতুন করে ময়নাতদন্ত হয়। শিল্পীর ম্যানেজার এবং আয়োজকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে অসম সরকার।
শিল্পীর গলা যাতে এআই এর মাধ্যমে কেউ নকল করতে না পারে, সেই দিক বিবেচনা করেও নানা কাজ করা হয়েছিল। ডিজিটাল স্বাক্ষর করা হয়েছিল। এবার জানা যাচ্ছে তাঁর চিতা ভস্ম নিয়েও অসম সরকার নতুন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তাও ভক্তদের ভালবাসার স্বার্থে? কী এমন করতে হল তাঁদের?
অসম সরকার ঘোষণা করেছে, যে কিংবদন্তি গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের চিতাভস্ম একটি ডেডিকেটেড অনলাইন পোর্টালের মাধ্যমে বিতরণ করা হবে। এর ফলে প্রতিষ্ঠান ও ব্যক্তি উভয়ই সহজে আবেদন করে এই স্মারক সংগ্রহ করতে পারবেন। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী রনোজ পেগু জানিয়েছেন, প্রথমে সাংস্কৃতিক সংস্থা ও প্রতিষ্ঠানের চাহিদা মেটানো হবে। পরবর্তীতে অবশিষ্ট থাকলে ব্যক্তিগত আবেদনকারীদেরও বিবেচনা করা হবে। সংস্কৃতি বিভাগ পুরো প্রক্রিয়াটি যেন স্বচ্ছভাবে হয়, সেটাই তদারকি করবে।
সরকার একইসঙ্গে জুবিন গর্গের স্মৃতিকে অমর করে রাখতে দুটি স্থানে স্মৃতিসৌধ গড়ে তুলছে। প্রথমটি কামারকুচিতে, যেখানে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। সাইটটির নিরাপত্তা জোরদার করতে অস্থায়ী ব্যারিকেড ও স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ শুরু হয়েছে।
দ্বিতীয় স্মৃতিসৌধ তৈরি হবে জোরহাটে, যেখানে গায়কের শৈশব কেটেছে। ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী গর্গের চিতাভস্মের একটি অংশ ১৩তম দিনের নিয়ম আচারের জন্য সেখানে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পরিবার ও স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের অনুরোধে এই ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের জন্য স্থায়ী স্মরণীয় স্থান তৈরি করতে জোরহাট স্মৃতিসৌধ নির্মাণ দ্রুত এগিয়ে নেওয়া হবে।