ফিল্মফেয়ার পুরস্কার সঞ্চালনা করছেন সলমন খান। ভাইজান এতবছর এই শোয়ের হোস্ট, সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে। অনুষ্ঠানের দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গে এদিন ভাইজান, নানান বিষয়ে নিজের মন্তব্য রেখেছেন।
Advertisment
শাহরুখ, অজয়, আমিরকে নিয়ে যেমন বলতে বাকি রাখেন নি, তেমনই এই পুরস্কার সংক্রান্ত সাংবাদিক বৈঠকে OTT প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। দীর্ঘ এতবছর ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। নানান ধরনের চরিত্রে অভিনয় করেছেন, টিভিতেও সঞ্চালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। তবে OTT এর বাড়বাড়ন্ত এবং তাঁর কনটেন্ট নিয়ে একেবারেই খুশি নন ভাইজান। তাঁর কথায়, যত পরিষ্কার কনটেন্ট হবে ততই মানুষ ভালভাবে এটিকে গ্রহণ করবে। আর কী বললেন সলমন?
OTT টিভির উন্নত প্রচেষ্টা এই কথা মেনে নিতে তিনি নারাজ। OTT তে বেশি কিছু বিষয় বন্ধ হওয়া উচিত বলেই তাঁর মতামত। বললেন, "OTT তে যে ধরনের যৌনতা, খারাপ দৃশ্য এবং গালিগালাজ দেখানো হয় সেগুলো বন্ধ হওয়া উচিত। ওদেরও সেন্সর থাকা উচিত। বাচ্চাদের ফোনেও এগুলো দেখা যায়। ১৫-১৬ বছরের বাচ্চা যদি এগুলো দেখে আপনাদের ভাল লাগবে? আমার মনে হয়, কনটেন্ট বিচার বিবেচনা করে তারপরেই আনা উচিত। যত্ত ক্লিন কনটেন্ট হবে, তত এর ভিউজ বাড়বে"।
সিনেমার ক্ষেত্রে সেন্সর বোর্ডে কাঁচি চালানোর নিয়ম বহাল। টিভির ক্ষেত্রেও কিছু কিছু বিষয়ে কাটাছেঁড়া হয়েই থাকে। কিন্তু OTT আজও এই আয়ত্বের বাইরে। সলমন বললেন, "যারা বোল্ড দৃশ্যে অভিনয় করতে চান না, তাদের দূরে চলে যেতে হয়। তাঁরা এক্ষেত্রে সুযোগ পান না। আপনি সবকিছু করে ফেলেছেন, ওপেন চুমু খাচ্ছেন, শারীরিক দৃশ্যে অভিনয় করছেন। যখন বাড়ি ঢুকছেন, আপনার গাড়ির ড্রাইভার অথবা বাড়িয়ে পাহারাদার সেটিই দেখছে। অল্প অল্প ঠিক আছে, এখন যদিও বা অনেকটাই কন্ট্রোলে সবকিছু"।
অভিনেতা হিসেবে যারা আসলেই প্রতিভাবান, তারা নিজেদের ব্যক্তিসত্তা বলি দিতে পারছেন না বলেই OTT প্লাটফর্মে আসতে পারছেন না। ভাইজান এর কথায়, আমরা ভারতীয়, আমাদের সবকিছু নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই।