scorecardresearch

গায়ের রঙের জন্য চূড়ান্ত অপমান, চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন মিঠুন!

অভিনয়ের শুরুর দিকে নানান প্রতিকূলতা সামলেছিলেন মিঠুন

mithun chakraborty, mithun chakraborty actor, mithun chakraborty dbd, mithun chakrabortyun chakraborty zee bangla, mithun chakraborty tollywood, mithun chakraborty bollywood, mithun update news
মিঠুনের স্বীকারোক্তি

নাচই আমার সাফল্যের চাবিকাঠি, ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীর স্ট্রাগেলের কথা অনেকেই জানেন। কলকাতা থেকে শুরু, তারপর মুম্বই কিন্তু এই যাত্রাপথ একেবারেই সহজ ছিল না। বরং, শুরুর দিকে নানানভাবে অপমানিত হয়েছিলেন তিনি। সেই ঘটনাই জানালেন ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে।

এবারের ড্যান্স বাংলা ড্যান্স জমে উঠেছে প্রতিযোগীদের পারফর্মে। তাঁর সঙ্গে বিচারক থেকে সঞ্চালক প্রত্যেকেই নিজের পারফর্মে অন টপ। মহাগুরুও নিজের ফর্মে রয়েছেন। তবে, দিন দুয়েক আগেই অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষের মা, পূর্ণিমা ঘোষের নাচের ভঙ্গি দেখেই চমকে উঠেছেন সকলে। ৮১ বছরেও এই সুন্দর নাচ? যেন কেউ বিশ্বাস করতেই পারছেন না। সেখানেই মিঠুনকে বলতে শোনা গেল, একসময় নিজের গায়ের রং এর কারণেই যা নয় তাই শুনেছেন তিনি!

আরও পড়ুন [ Spider-man: স্পাইডারম্যান বলবে বাংলা! দেশীয় ভাষায় রিলিজ করবে সুপারহিরোর ছবি ]

নিজের মুখেই শেয়ার করলেন সেই কথা। বললেন, “নাচই আমার সব। একসময় আমার গায়ের রং নিয়ে কম অপমান সহ্য করি নি। সে যা ভয়ঙ্কর সব কথাবার্তা শুনেছি। একসময় নিজের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। নাচই আমায় সকলের কাছে পরিচিত দিয়েছে। বিশ্বের দরবারে আমায় প্রতিষ্ঠিত করেছে। আমি জানি এর জোর কতটা। আমার সঙ্গে ইয়ার্কি মেরেছে। লাঞ্ছনার শিকার হয়েছি আমি”।

উল্লেখ্য, ডিস্কো ড্যান্সার হিসেবেই মিঠুন পরিচিত সর্বত্র। তাঁর নাচ দেখে সকলেই ছোট থেকে বড় হয়েছেন। তাঁকে আইকন হিসেবে দেখেছেন। কিছুদিন আগেই প্রজাপতি ছবিতে অভিনয়ের মাধ্যমেই আরও একবার দর্শকদের মন জয় করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Mithun chakraborty said he got insulted for his skin colour