scorecardresearch

‘সলমন আমাকে বিয়ে করো..’, ভিড়ে উন্মত্ত তরুণীর চিৎকার! ব্যাচেলর ভাইজানের জবাব…

পাল্টা উত্তরে ওই তরুণীকে কী বললেন সলমন খান?

salman khan, actor salman khan, salman khan videos, salman khan dubai, kisi ka bhai kisi ki jaan, সলমন খান, দুবাইতে সলমন, বলিউডের খবর
সলমন খান

বলিউডের চিরকুমার। পঞ্চাশ পেরিয়েও গ্ল্যামারাস। অ্যাকশন সিকোয়েন্সে যেমন কেতাদুরস্থ ভাইজান, তেমনই রোম্যান্টিক অবতারেও সুপারহিট। ব্যক্তিগতজীবনে প্রেম একাধিকবার এলেও বিয়ের পিঁড়িতে আর বসা হয়নি সলমন খানের। অতঃপর সাতান্নতেও তিনি বিটাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলর। এবার ভরা সভায় প্রকাশ্যেই এক তরুণী চিৎকার করে সলমনকে বিয়ের প্রস্তাব দিলেন। যা কিনা এখন ‘টক অফ দ্য টাউন’!

ইদে সদ্য মুক্তি পেয়েছে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। যে ছবি মাত্র দিন তিনেকের মধ্যেই গোটা বিশ্বের বক্সঅফিসে ১০০ কোটি টাকা আয় করে ফেলেছে। আর দুবাইতে সেই সিনেমার প্রচার করতে গিয়েই বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান। এক অনুষ্ঠান চলাকালীন বলিউড সুপারস্টার যখন মঞ্চে, তখন দর্শকাসন থেকে আচমকাই এক তরুণী চিৎকার করে বলেন- “সলমন আমাকে বিয়ে করুন।” এরপরই ঘটে এক কাণ্ড।

[আরও পড়ুন: ‘চিরদিনই তুমি যে আমার..’, জোড়া লাগল রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা সংসার, ডিভোর্স ‘অতীত’]

অপর আরেক তরুণী তাঁকে থামিয়ে চেঁচিয়ে ওঠেন- “না সলমন, বিয়ে কোরো না। কারও বিয়ে করা উচিত নয়!” প্রত্যুত্তরে ভাইজান সমর্থন জানিয়ে বলেন, “ঠিক, ঠিক। একদম ঠিক।” সলমন খানের মুখে বিয়ে না করার কথা শুনে পাপ্পারাজিরা এই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি। ভাইরাল ভিডিওতে সলমন খানকে দেখা গেল পরনে মেরুন ফুল শার্ট, কালো প্যান্টে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Salman khan reacts as woman proposes to him during dubai event watch