লাগাতার প্রাণনাশের হুমকি, সলমনের চারিপাশে এখন অনুরাগীদের বদলে বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের অবস্থান বেশি। ভাইজানকে সুরক্ষিত রাখতে রীতিমতো দিনরাত এক করছেন তারা। কিন্তু সলমনের জীবনে কী বদলেছে?
ভাইজান সবসময়ই ফ্রি স্পিরিট, তিনি নিজের জীবনেও কারওর প্রভাব পছন্দ করেন না। বাস্তবে, এখনও বিয়ের মুখ দেখেন নি তিনি। কিন্তু ক্রমাগতই হুমকি, খুনের বার্তা – এখন কেমন আছেন ভাইজান? তাঁর নিজের অনুভূতি ঠিক কেমন? সম্প্রতি সলমন হাজির হয়েছিলেন আপ কি আদালত অনুষ্ঠানে। সেখানেই মুখ খুললেন তিনি।
আরও পড়ুন [ ১০০ উট পণ দিয়ে বিয়ের প্রস্তাব! মিশর থেকে ভালবাসা উড়ে এসেছিল দেবলীনার জন্য ]
বললেন… “চারপাশে এত বডিগার্ড নিয়ে চললে যদি জীবনটা সিকিওর থাকে তবে অসুবিধা নেই বইকি। কিন্তু তাই বলে বেশ কিছু অসুবিধাও হয়েছে। এখন আর বাইসাইকেল চালাতে পারি না। একা কোথাও যেতে পারি না। বিশেষ করে, আমি যখন কোথাও যাই, এতো গাড়ি থাকে সিকিওরিটির যে অন্যদের অসুবিধা হয়। তাঁরা আমার দিকে যেভাবে তাকান…আমার অনুরাগীদের খুব কষ্ট হয়। কিন্তু বিপদ আছে বলেই নিরাপত্তা প্রয়োজন।”
এতদিন, নিজের ওপর আসা কোনও হুমকিতে কর্ণপাত করেনি নি। কিন্তু, কিছুদিন আগে লরেন্স বিষ্ণইয়ের তরফে আসা শেষ হুমকিতে রীতিমতো আতঙ্কে খান পরিবার। তিনি ছবির প্রমোশন করতে গিয়েও নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে। উল্লেখ্য, সলমন কিসি কা ভাই কিসি কা জান ছবিতে বহুদিন পর তিনি ফিরেছেন, কিন্তু বক্স অফিসে একেবারেই খেলা দেখাতে পারেনি এই ছবি।