Advertisment
Presenting Partner
Desktop GIF

বডিগার্ড শেরার ভবিষ্য়তও অনিশ্চিত, চিন্তার ভাঁজ ফ্য়ানের কপালে!

ট্রেন্ডিং তালিকায় সহাবস্থান করছেন সলমনের বডিগার্ড শেরাও। ফ্য়ানদের কথা অনুযায়ী সলমনের একদিনের জেল হেফাজত ক্ষতি করবে অনেকের। একইসঙ্গে তাঁর বডিগার্ড শেরার ভবিষ্যত নিয়েও বেশ চিন্তিত সকলেই।

author-image
IE Bangla Web Desk
New Update
salman khan

আদালত চত্বরে সলমন খান

গুগল ট্রেন্ডের একেবারে উপরের তালিকায় এখন ভাইজানের নাম। তাঁর জেল হেফাজত নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বলিউড। তবে এই ট্রেন্ডিং তালিকায় সহাবস্থান করছেন সলমনের বডিগার্ড শেরাও। ফ্য়ানদের কথা অনুযায়ী সলমনের একদিনের জেল হেফাজত ক্ষতি করবে অনেকের। একইসঙ্গে তাঁর বডিগার্ড শেরার ভবিষ্যত নিয়েও বেশ চিন্তিত সকলেই। 'টাইগার' কে সর্বত্র সঙ্গ দেওয়া শেরা এখন ফেসবুক ট্রোলের অন্যতম টপিক। অনেকেই বলছেন শেরাও নাকি এবার জেলে থাকার আর্জি জানাতে পারে আদালতে।

Advertisment

আরও পড়ুন: কৃষ্ণসার হরিণ হত্যা মামলা: যোধপুরের কোর্টে ৫১ পাতার জামিনের আবেদন টাইগারের আইনজীবির

সুপারস্টারের জামিনের আবেদন জানিয়ে ৫১ পাতার একটি খসড়া জমা পড়েছে কোর্টে। আজ সকাল ১১টা নাগাদ সলমনের জামিনের আর্জি শোনার কথা ছিল। সে শুনানি একদিন পিছিয়ে গেছে। আগামিকাল জামিনের আবেদনের শুনানি। ফলে আজও জেলেই থাকতে হবে সলমনকে।  গতকালের মতোই যোধপুরের কেন্দ্রীয় সংশোধনগারে ২নং ওয়ার্ডেই রাত কাটাতে হবে ভাইজানকে।

বলিউডের অনেকেই ভাইয়ের এমন সাজায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্যুইটার থেকে ফেসবুক সর্বত্র সলমন নিয়ে বক্তব্য উপচে পড়ছে। সংমনের জেলের আদেশ প্রায় একাধিক ছবিকে অনিশ্চয়তার মুখে ফেলেছে এই। কাজেই আগামিকালের রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা বলিউড ইন্ডাস্ট্রি।

কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে সলমনের। ১৯৯৮ সালে ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার মামলা চলল প্রায় ২০ বছর ধরে। তবে ভাইয়ের এমন সাজা একেবারেই মেনে নিতে পারছে না তাঁর ফ্যান মহল। সেই নিয়ে ইতিমধ্যেই তোলপাড় স্যোশাল মিডিয়া। একের পর এক মিমের ঝড়ে ক্ষোভ উগরে দিচ্ছেন ভাইয়ের ফ্যানেরা।

আরও পড়ুন: কৃষ্ণসার হরিণ হত্যা মামলা: জেল হল সলমন খানের, বিপাকে বলিউড

salman khan bollywood
Advertisment