ইউটিউবারদের জন্য বড় ঝটকা! সলমন খানের শো Bigg Boss - এ পাত্তা পাবেন না সোশ্যাল মিডিয়া আইকনরা?

Salman Khan show Bigg Boss: গতবারের সিজনে, নানা ধরনের প্রতিযোগী ছিলেন। ভাইরাল হওয়া বড়া পাও বিক্রেতা থেকে সোশ্যাল মিডিয়া আইকন। এবং, শেষ কিছু সিজনে শুধু তারকারা নন বরং ইউটিউবার থেকে সোশ্যাল মিডিয়া আইকন অনেককেই দেখা গিয়েছে।

Salman Khan show Bigg Boss: গতবারের সিজনে, নানা ধরনের প্রতিযোগী ছিলেন। ভাইরাল হওয়া বড়া পাও বিক্রেতা থেকে সোশ্যাল মিডিয়া আইকন। এবং, শেষ কিছু সিজনে শুধু তারকারা নন বরং ইউটিউবার থেকে সোশ্যাল মিডিয়া আইকন অনেককেই দেখা গিয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan bigg boss new season 19

কী হতে চলেছে নতুন শোয়ে...?

Bigg Boss New Season: বিগ বস এর নতুন সিজন আসন্ন। গতবারের সিজনে সাংঘাতিক কান্ড কীর্তির পর, এবছর তারা নতুন সিজনে বেশ কিছু পরিবর্তন রেখেছেন। গত বছর করণ বীর মেহেরা এবং ডি সেনার মধ্যে নানা ধরনের লড়াই হয়। তারপর, জেতেন করণবীর। নানান ধরনের মন্তব্য শোনা গিয়েছিল দর্শকমহলে। বিশেষ করে রজত দালাল এলিমিনেট হওয়ার পর, জল্পনা ছিল তুঙ্গে।

Advertisment

শোনা যাচ্ছিল এবারের সিজনে, সলমন নাকি সঞ্চালনা করবেন না। তবে, বর্তমানে জানা যাচ্ছে ভাইজান নিজেই থাকছেন এই শোয়ে। গতবারের সিজনে, নানা ধরনের প্রতিযোগী ছিলেন। ভাইরাল হওয়া বড়া পাও বিক্রেতা থেকে সোশ্যাল মিডিয়া আইকন। এবং, শেষ কিছু সিজনে শুধু তারকারা নন বরং ইউটিউবার থেকে সোশ্যাল মিডিয়া আইকন অনেককেই দেখা গিয়েছে। এবার সে গুড়েই বালি। বিগ বস ১৯ নিয়ে সাংঘাতিক উন্মাদনা। কিন্তু রিপোর্ট বলছে, এবার নির্মাতার এক এমন সিদ্ধান্ত নিয়েছেন, যাতে অনেকেরই মন ভাঙতে পারে। কি সেই সিদ্ধান্ত?

Bollywood: বড় জ্যাঠার সামনেই বাবার মৃত্যু, দূরদেশে খবর যেতেই পায়ের ত…

টেলি রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, প্রথম থেকে বিগ বস এর মঞ্চে দেখা যেত, বলিপাড়ার কিংবা হিন্দি টেলিভিশনের নানা পরিচিত মুখকে। তবে, শেষ কিছু সিজনে মণীষা রানি, কিংবা শেহনাজ গিল কিংবা এলভিস যাদব - এদের মতো সোশ্যাল মিডিয়া আইকন বিগ বাসের মধ্যে জায়গা পেয়েছিলেন। তবে, এবারের সিজনে, নির্মাতারা ঠিক করেছেন যে এই পুরনো রুটেই ফিরে যাবেন। অর্থাৎ এবছরের বিগ বছর সিজনে, ইউটিউবার কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দেখা যাবে না। বরং সেই জায়গায় দেখা যাবে টেলিভিশন কিংবা বলিউড ইন্ডাস্ট্রির নামিদামি সব তারকাদের।

Advertisment

এবং তারা এই সিদ্ধান্ত নিয়েছেন শোকে সম্পূর্ণ গ্ল্যামার বেসিক বানানোর জন্য। সোশ্যাল মিডিয়া আইকনরা এই শো থেকে, যে ফেম এবং নেম পান, সেকথা অনেকেই জানেন। তারপর নানা বিতর্কে নাম জানালে বিগ বস খ্যাত অভিনেতা হিসেবে তারা পরিচিতি পান। শো যাতে আরও গ্ল্যামারেস হয়ে ওঠে, এ কারণেই এটাকে সেলিব্রিটি কেন্দ্রিক করে তোলার চেষ্টা করা হচ্ছে। এবং নির্মাতারা সেটিই চাইছেন বলে খবর। যদিও বা এ বছর কে কে থাকছেন সেই তালিকা ঘোষণা করা হয়নি। কিন্তু শোনা যাচ্ছে যে, কাস্টিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রযোজক সংস্থা, টেলিভিশন এবং বলিউডের সিস্টেম মুখগুলি সঙ্গে আলোচনায় বসেছেন বলেই খবর। ২০২৫ সালের ১৯ জুলাই প্রিমিয়ার হবে বলেই আশা করা যাচ্ছে।

Bigg Boss OTT Bigg Boss salman khan