scorecardresearch

বড় খবর

সিকি শতক পর কলকাতায় সলমন! শীতের শহরে দলবল নিয়ে নাচতে আসছেন ভাইজান

উত্তেজনায় ফুটছেন ভাইজান-অনুরাগীরা। কবে কোথায় জানুন?

সিকি শতক পর কলকাতায় সলমন! শীতের শহরে দলবল নিয়ে নাচতে আসছেন ভাইজান
কলকাতায় সলমন খান

আগেই কানাঘুষো শোনা গিয়েছিল যে, শহর তিলোত্তমায় নাকি সলমন খান আসতে চলেছেন। সোমবার বিকেলে সেই জল্পনাতেই সিলমোহর বসালেন ভাইজান খোদ। সেই প্রেক্ষিতেই উত্তেজনায় ফুটছেন ভাইজান-অনুরাগীরা।

২৫ বছর পরে কলকাতায় পা রাখতে চলেছেন সলমন খান। শীতের শহরে বড়সড় অনুষ্ঠান। তবে এবার একা নন, একেবারে বি-টাউনের দলবল সঙ্গে নিয়েই শহর তিলোত্তমায় আসছেন সলমন। ইভেন্টের নামও মেজাজি- ‘দাবাং: দ্য ট্যুর রিলোডেড’। কবে? আগামী ২০ জানুয়ারি সেই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে নিউটাউনের ইকোপার্কে। তবে ‘দাবাং’ ঝলক এখানেই শেষ নয়!

সলমন খানের পাশাপাশি কলকাতার এই বড় ইভেন্টে আসছেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, জ্যাকলিন ফার্নান্ডেজ, গুরু রানধাওয়া, সুনিল গ্রোভার, মনিশ পল, পূজা হেজ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সলমনের বাড়ির জামাই আয়ূষ শর্মাও।

উল্লেখ্য়, এই অনুষ্ঠানের উদ্য়োক্তা ‘হোয়াটস ইন দ্য় নেম’। অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানের উদ্যোক্তাও তাঁরাই। যে শোয়ের টিকিটের দাম নিয়ে ইতিমধ্য়েই হইচই শুরু হয়েছে। অরিজিতের শোয়ের টিকিটের দাম ছাড়িয়ে ৫০ হাজারের ওপর উঠে গিয়েছে। তাঁরাই এবার সলমনের শোয়ের উদ্যোক্তা। ‘হোয়াটস ইন দ্য় নেম’ আয়োজন করলেও পুরো অনুষ্ঠানের নির্দেশনা করছে সলমনের ভাই সোহেল খানের প্রযোজনা সংস্থা।

[আরও পড়ুন: ৫০ হাজার টাকা! লাফিয়ে বাড়ছে টিকিটের দাম, অরিজিৎের কনসার্ট নিয়ে শহরে শোরগোল]

প্রসঙ্গত, অরিজিৎ সিংয়ের শোয়ের টিকিটের যেমন আগুন দাম, ঠিক তেমনই সলমন খানের ‘দাবাং’ শোয়ের টিকিটেও কি তাই হবে? ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন অনুরাগীরা। তবে ২৫ বছর পর সলমনের কলকাতা-সফর নিয়ে যে ভাইজান-ভক্তরা বেজায় উচ্ছ্বসিত, তা বলাই বাহুল্য।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Salman khan show in kolkata da bangg