'একদম আমার খিল্লি ওড়াবে না', ধর্মেন্দ্র স্টাইলে রণবীর সিংকে হুমকি সলমনের, দেখুন ভিডিও

সেই ভিডিও শেয়ার করলেন খোদ ধর্মেন্দ্র!

সেই ভিডিও শেয়ার করলেন খোদ ধর্মেন্দ্র!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Salman Khan, Ranveer Singh, Antim: The Final truth, The Big Picture show, সলমন খান, রণবীর সিং, দ্য বিগ পিকচার, অন্তিমের প্রচারে সলমন, Bollywood, bengali news today

রণবীর সিং, সলমন খান

"মেরা মজাক মত উড়াও, নহি তো মে তেরা খুন পি জায়ুঙ্গা…" রণবীর সিংকে হুঁশিয়ারি সলমন খানের (Salman Khan)। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "একদম আমার খিল্লি ওড়াবে না! নইলে…", তাও আবার ধর্মেন্দ্র স্টাইলে। আর সেই ভিডিওই শেয়ার করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা খোদ। কিন্তু দীপিকা-পতি রণবীর সিংয়ের (Ranveer Singh) ওপর হঠাৎ ক্ষেপে কেন গেলেন ভাইজান?

Advertisment

না, বাস্তবে আসলে চটে যাননি। সলমনের কথায়, তিনি ধর্মেন্দ্রর (Dharmendra) অন্ধভক্ত। আর সেই কারণেই, শৈশব থেকে পুরোদস্তুর তাঁকে অনুসরণ করতেন। ধর্মেন্দ্র কথা বলা, ভাবভঙ্গি, রাফ অ্যান্ট টাফ হ্যান্ডসাম লুক, বেজায় পছন্দ ছিল সলমনের। তাই তাঁর সিনেমার সংলাপও কপি করতেন। সেই প্রেক্ষিতেই রণবীর সিংয়ের সঙ্গে রসিকতায় মাতলেন ভাইজান।

<আরও পড়ুন: ‘আমার পরান ভরা ভালোবাসা’, লাল বেনারসিতে রাজকুমারের জন্য প্রেম প্রতিজ্ঞা পত্রলেখার>

Advertisment

বলিউড ইন্ডাস্ট্রিতে রণবীর সিংয়ের মতো রসিক মানুষ খুঁজে পাওয়া দায়। বিগ বি থেকে জিতেন্দ্র, অমিতাভ বচ্চন তো তাঁর রসিকতার প্রশংসায় পঞ্চমুখ। বেজায় খোলামেলা মনের মানুষ আদতে। তাই আসর মাতাতে রণবীর সিংয়ের জুড়ি মেলা ভার! অভিনেতা এখন সঞ্চালকও। কালার্স টিভির ক্যুইজ শো ‘দ্য বিগ পিচকার’ (The Big Picture) সঞ্চালনার দায়িত্ব এখন তাঁরই কাঁধে। রণবীরও নয়া দায়িত্ব পেয়ে বেশ দক্ষতার সঙ্গেই পালন করছেন। আর সেই ক্যুইজ শোয়ের মঞ্চেই ভাইজানের সঙ্গে রসিকতায় মাতলেন দীপিকা-পতি। ছেড়ে কথা বলার পাত্র নন সলমনও। পাল্টা দিলেন ধর্মেন্দ্র স্টাইলে। বললেন, "একদম আমার খিল্লি ওড়াবে না…।"

উল্লেখ্য, সলমনের আগামী ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ (Antim: The Final Truth) মুক্তির মুখে। আর সেই সিনেমার প্রচারেই এখন বেজায় ব্যস্ত ভাইজান। রণবীরের ক্যুইজ রিয়ালিটি শোয়েও ‘অন্তিম’-এর প্রচার করে এলেন তিনি। আর সেই মঞ্চে প্রচারের ফাঁকেই বলিউডের দুই সুপারস্টারকে নাচ করার পাশাপাশি রসিকতা করতেও দেখা গেল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood salman khan Ranveer Singh Antim The Big Picture