New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/lead-67.jpg)
সলমন খান। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে
Salman Khan: সম্প্রতি সলমন খান এসেছিলেন 'দ্য তারা শর্মা শো'-তে। আর সেখানেই গল্পের ছলে বললেন তাঁর প্রথম বিজ্ঞাপনের কনট্রাক্ট পাওয়ার ঘটনা।
সলমন খান। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে
Salman Khan: বলিউডের তিন দশকের হার্টথ্রব, সলমন খান তাঁর কেরিয়ার শুরু করেন বিজ্ঞাপনের ছবি দিয়ে। আর সেই বিজ্ঞাপনের প্রস্তাবটি এসেছিল আচমকাই। এক তরুণীকে ইমপ্রেস করতে গিয়েই 'ক্যাম্পা কোলা' কোম্পানির বিজ্ঞাপনী ছবির কনট্র্যাক্টটি পেয়েছিলেন তিনি। সম্প্রতি সেই পুরনো ঘটনার স্মৃতি রোমন্থন করেছেন সলমন, 'দ্য তারা শর্মা শো'-তে।
সলমন ওই চ্যাট শো-তে এসে বলেন যে তিনি তখনও টিনএজার যখন 'ক্যাম্পা কোলা'-র বিজ্ঞাপনের প্রস্তাবটি আসে। ব্যাপারটা ঘটেছিল এমন যে তিনি মুম্বইয়ের 'সি রক' ক্লাবে একদিন সাঁতার কাটতে গিয়েছিলেন। সেখানে এক সুন্দরী মেয়েকে দেখে খুবই ভাল লেগে যায়। তাঁকে ইমপ্রেস করতে চট করে সুইমিং পুলে ডাইভ দেন সলমন।
আরও পড়ুন: আমির খান ছাড়া অন্য কোনও অভিনেতার জন্য অডিশন দিতে হয়নি: করিনা কাপুর খান
''আমি দেখলাম খুব সুন্দরী একজন মেয়ে একটা লাল শাড়ি পরে হেঁটে আসছে। ইমপ্রেস করতে আমি ডাইভ দিলাম জলে আর এতটাই বোকা ছিলাম যে পুলের বাকিটা জলের তলাতেই সাঁতার কাটলাম। তাই জল থেকে উঠে আর মেয়েটিকে আশপাশে খুঁজে পেলাম না। পরের দিন আমি ফার প্রোডাকশন্স থেকে একটা ফোন পেলাম যে ওরা 'ক্যাম্পা কোলা'-র বিজ্ঞাপনে আমাকে নিতে ইচ্ছুক। আমি তো ভেবেই পেলাম না যে এমনটা ঘটল কীভাবে'', বলেন সলমন।
পরের দিন সলমন গেলেন ওই প্রযোজনা সংস্থার অফিসে দেখা করতে। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় অ্যাড ফিল্মমেকার কৈলাস সুরেন্দ্রনাথ-এর। তিনি সলমনকে ক্যামেরার সামনে প্রথম ব্রেক দিয়েছিলেন এবং সলমনের কেরিয়ারের শুরুর দিকে তারকার মেন্টর ছিলেন বলা যায়। সলমন 'দ্য তারা শর্মা শো'-তে বলেন, ''আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে সব ঠিক আছে কিন্তু আমার নম্বর পেলেন কী করে। তখন উনি বলেন, যে মেয়েটিকে তুমি ইমপ্রেস করতে গিয়েছিলে, সে আমার গার্লফ্রেন্ড। ওই আমাকে বলল যে এই ছেলেটি খুবই ভাল সাঁতার জানে।''
বিজ্ঞাপনটি দেখে নিতে পারেন নীচের ইউটিউব লিঙ্কে যেটি আপলোড করেছেন পরিচালক স্বয়ং--
ওই বিজ্ঞাপনটিতে পরিচালক চাইছিলেন এমন একজনকে যে জলের তলায় সাঁতার কাটতে পারে। সলমন জানালেন যে ওই সময় তিনি এবং জ্যাকি শ্রফের স্ত্রী আয়েষা ছাড়া ফিল্ম ও মডেলিং ফ্রেটারনিটিতে এমন কেউ ছিলেন না যিনি জলের তলায় অনেক দূর সাঁতার কাটতে পারেন। ভাগ্যিস সেদিন ইমপ্রেস করতে গিয়ে নিজের এই দক্ষতা দেখিয়ে ফেলেছিলেন সলমন।