Salman Khan-Bigg Boss: বিগ বসে কোটি কোটি টাকার খেলা, সলমন খানের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে

গত কিছু সিজনের তুলনায় এই বছরের বাজেট তুলনামূলকভাবে সংকুচিত হলেও, ওটিটিতে প্রাথমিকভাবে প্রচারের কারণে এটি OTT এক্সটেনশন হিসেবেই বিবেচিত হচ্ছে। এর আগে বিগ বস ১৮-তে সলমন পেয়েছিলেন ২৫০ কোটি...

গত কিছু সিজনের তুলনায় এই বছরের বাজেট তুলনামূলকভাবে সংকুচিত হলেও, ওটিটিতে প্রাথমিকভাবে প্রচারের কারণে এটি OTT এক্সটেনশন হিসেবেই বিবেচিত হচ্ছে। এর আগে বিগ বস ১৮-তে সলমন পেয়েছিলেন ২৫০ কোটি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan-bigg boss

salman khan-bigg boss - কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি? Photograph: (ফাইল চিত্র)

এই মরসুমে শোয়ের অন্যতম বড় আকর্ষণ সঞ্চালক সলমন খান। সূত্র বলছে, তিনি ১৫ সপ্তাহ ধরে শো হোস্ট করবেন এবং প্রতি সপ্তাহান্তে ৮ থেকে ১০ কোটি পারিশ্রমিক পাবেন। সব মিলিয়ে সালমানের মোট পারিশ্রমিক হতে পারে ১২০ থেকে ১৫০ কোটি টাকার মতো।

Advertisment

গত কিছু সিজনের তুলনায় এই বছরের বাজেট তুলনামূলকভাবে সংকুচিত হলেও, ওটিটিতে প্রাথমিকভাবে প্রচারের কারণে এটি OTT এক্সটেনশন হিসেবেই বিবেচিত হচ্ছে। এর আগে বিগ বস ১৮-তে সলমন পেয়েছিলেন ২৫০ কোটি, এবং বিগ বস ১৭-তে ২০০ কোটি পারিশ্রমিক। অন্যদিকে, বিগ বস ওটিটি ২-এর জন্য তিনি নিয়েছিলেন প্রায় ৯৬ কোটি।

শোয়ের প্রোমো ইতিমধ্যেই শুটিং হয়েছে। সূত্র অনুযায়ী, ২১ জুলাই সোমবার দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলেছে সেই শুটিং। এই বছরের থিম রাজনৈতিক ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিতে তৈরি, যা দর্শকদের আরও আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। বিগ বস ১৯ চলবে পুরো পাঁচ মাস। শুরুতে সলমন খান প্রথম তিন মাস হোস্ট করবেন। পরে অন্য অতিথি সঞ্চালকরা - ফারাহ খান, করণ জোহর, ও অনিল কাপুর - হোস্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন।

Advertisment

Ozzy Osbourne Death: কিংবদন্তির জীবনাবসান, না ফেরার দেশে পাঁচ বারের…

এবছরের একটি বড় পরিবর্তন হল, এটি একটি ডিজিটাল- প্রপার্টি। অর্থাৎ, নতুন পর্বগুলো প্রথমে জিও সিনেমায় (ওটিটি) দেখা যাবে এবং এরপর প্রায় দেড় ঘণ্টা পরে তা কালার্স টিভি-তে সম্প্রচার হবে।

  • প্রিমিয়ার: ৩০ আগস্ট
  • হোস্ট: সালমান খান (৩ মাস), পরে অন্য অতিথি হোস্ট
  • মোট সময়কাল: ৫ মাস
  • স্ট্রিমিং: প্রথমে জিও সিনেমা (OTT), পরে কালার্স টিভি
  • পারিশ্রমিক: সলমন খান – ১২০-১৫০ কোটি
  • এবারের বিগ বস শুধুই বিনোদনের জন্য নয়, বরং এক নতুন ফর্ম্যাটের পথিকৃৎ হতে চলেছে
salman khan Bigg Boss Bigg Boss OTT