New Update
/indian-express-bangla/media/media_files/2025/06/17/vHsmFpsFgfgXTdHFrizI.jpg)
প্রয়াত কিংবদন্তী শিল্পী ...
Legendary Singer Passed Away: ২০০৩ সালে ভয়াবহ ATV দুর্ঘটনা, পরে পার্কিনসনস রোগ- ওজির শরীর বারবার থামিয়ে দিতে চেয়েছে তাঁকে। কিন্তু ওজি কখনও হাল ছাড়েননি। ২০২০ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বেঁচে থাকাটাই আমার উত্তরাধিকার।
প্রয়াত কিংবদন্তী শিল্পী ...
হেভি মেটালের ইতিহাসে এক অনন্য অধ্যায় শেষ হলো। ব্ল্যাক সাবাথ-এর প্রতিষ্ঠাতা এবং "প্রিন্স অফ ডার্কনেস" খ্যাত ওজি ওসবোর্ন প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ২২ জুলাই, প্রিয়জনদের মাঝেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওজি। দীর্ঘদিন ধরেই তিনি নানা স্বাস্থ্য জটিলতার সঙ্গে লড়াই করছিলেন।
১৯৪৮ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বার্মিংহামের অ্যাস্টনে জন্ম ওজির। ADHD ও ডিসলেক্সিয়ার মতো সমস্যার মধ্য দিয়ে বড় হওয়া এক কিশোর- যার জীবনে সংগীত ছিল মুক্তির একমাত্র পথ। ১৯৬৮ সালে টনি আইওমি, গিজার বাটলার এবং বিল ওয়ার্ড-এর সঙ্গে গঠন করেন 'ব্ল্যাক সাবাথ', যা বিশ্বজুড়ে মেটাল ঘরানার এক নবজাগরণ এনে দেয়। সত্তরের দশকের শেষে অতিরিক্ত মাদক ও অ্যালকোহলের কারণে ব্যান্ড থেকে বাদ পড়েন তিনি। তবে সেখানেই থেমে থাকেননি। স্ত্রী শ্যারন ওসবোর্ন-এর সহায়তায় গড়ে তোলেন এক গৌরবময় একক সংগীতজীবন। ১৩টি একক অ্যালবাম, বহু হিট গান, এবং এক নতুন পরিচিতি পেয়েছিলেন তিনি।
Ahaan Pandey: ১৫ বছরেই ধূমপান! 'আমার ফুসফুস তখন', নতুন নায়ক আহানের জীবন সম্পর্কে জানলে চমকে যাবেন
২০০৩ সালে ভয়াবহ ATV দুর্ঘটনা, পরে পার্কিনসনস রোগ- ওজির শরীর বারবার থামিয়ে দিতে চেয়েছে তাঁকে। কিন্তু ওজি কখনও হাল ছাড়েননি। ২০২০ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বেঁচে থাকাটাই আমার উত্তরাধিকার। যদি মানুষ এখনও আমার গান শুনতে চায়, আমি কেন থামব? আমি শুধু স্মরণীয় হতে চাই।” ২০২২ সালে একটি বড় মেরুদণ্ডের অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়েছিলেন ওজি। এমনকি সেই বছর একটি NFL হাফটাইম শো-তেও পারফর্ম করেন। কিন্তু ২০২৩ সালে তিনি সফর বাতিল করেন এবং আনুষ্ঠানিকভাবে মঞ্চ থেকে বিদায় জানান, বলেছিলেন- "আমি কখনো ভাবিনি এভাবে শেষ হবে।”
অবসরের পরেও তিনি থেমে থাকেননি। জীবনের শেষ মাসগুলিতে আবার সংগীত জগতে ফিরে আসেন এক অনন্য উদ্দেশ্যে। ২০২৫ সালের ৫ জুলাই, বার্মিংহামে ব্ল্যাক সাবাথের সঙ্গে চূড়ান্ত একটি চ্যারিটি কনসার্টে অংশ নেন-যেখানে ১৯০ মিলিয়ন ডলার সংগ্রহ হয় পার্কিনসনের গবেষণা ও শিশু হাসপাতালের জন্য। পরিবার এক বিবৃতিতে জানায়, “শব্দের চেয়েও বেশি দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, আজ সকালে আমাদের প্রিয় ওজি ওসবোর্ন শান্তিতে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।” স্ত্রী শ্যারন, সন্তান জ্যাক, কেলি, এইমি ও লুই বর্তমানে গোপনীয়তা বজায় রাখতে অনুরোধ করেছেন।
রক অ্যান্ড রোল হল অফ ফেমে নাম লেখানো, পাঁচবারের গ্র্যামি জয়, এবং একটি সাংস্কৃতিক প্রতীক - ওজি ওসবোর্ন কেবল একজন গায়ক ছিলেন না, ছিলেন এক আন্দোলনের মুখ। নিজেকে তিনি বলতেন "অ্যাস্টনের এক শ্রমজীবী শ্রেণির ছেলে", তবু বিশ্ব তাকে মনে রাখবে একজন লড়াকু শিল্পী হিসেবে, যিনি গান দিয়ে, বিদ্রোহ দিয়ে এবং ভালোবাসা দিয়ে ইতিহাস গড়ে গেছেন।