scorecardresearch

প্রাক্তন সঙ্গীতার সঙ্গে প্রকাশ্যে খুনসুটি ভাইজানের, সকলের সামনেই লজ্জায় লাল সলমন!

দুজনের ঘনিষ্ঠতা দেখে বাঁকা চোখ নেটজনতার, প্রশ্ন একটাই! বিয়ে করছেন?

salman khan, salman khan ex sangeeta bijlani
সঙ্গীতা-সলমন

আয়ুশ – অর্পিতার ঈদ পার্টি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। ভাইজান সলমন খান তো বটেই তবে তাঁর সঙ্গেই হাজির হয়েছিলেন অনেকেই। এমনকি সলমনের হিরোইনদের মধ্যে ভাগ্যশ্রী থেকে, ক্যাটরিনা এসেছিলেন অনেকেই। তবে, সকলের মধ্যেই নজর কেড়েছে ভাইজানের একসময়ের প্রেমিকা সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর খুনসুটি।

ঈদ পার্টিতে শুধু সঙ্গীতা এসেছিলেন এমন নয়, বরং যখন তিনি ফিরে যাচ্ছেন তাঁকে গাড়ি অবধি পৌঁছে দিতে আসেন সলমন। আর তখনই সেই খুনসুটি এবং মিষ্টি মুহূর্ত। একসঙ্গে বেড়িয়ে আসছেন রজত শর্মা, ভাইজান এবং সঙ্গীতা। দুজনের মধ্যে কথোপকথন এতটাই, যে একটা সময় পর সলমনের গালে ঘুষি মারতে দেখা যায় সঙ্গীতাকে। এমনকি সঙ্গীতার কথায় লজ্জায় লাল হয়ে গিয়েছেন ভাইজান! সকলের মনে এখন একটাই প্রশ্ন, কী এমন চলছে দুজনের মধ্যে?

আরও পড়ুন [ ‘একজনের ছবি হিট করলেই…’, ইন্ডাস্ট্রিতে চরম হিংসা! মুখ খুললেন মিঠুন ]

সঙ্গীতার সঙ্গে সলমনের সম্পর্কের কথা কারওর অজানা নয়। ভাইজানকে হাতে নাতে ধরেছিলেন তিনি, তারপরই সম্পর্কে ছেদ পড়ে। কিন্তু, আবার যে বন্ধুত্ব দেখা গিয়েছে তাতে অনেকের প্রশ্ন এমনই, তাহলে কি এবার অন্তত বিয়ের কথা ভাবছেন সলমন? গাড়িতে ওঠার আগেও সলমনকে সৌজন্যমূলকভাবে জড়িয়ে ধরেন সঙ্গীতা। যদিও, ভাইজানের ভক্তরা কিন্তু বেশ খুশি দুজনকে একসঙ্গে দেখে।

উল্লেখ্য, কিসি কা ভাই কিসি কা জান রিলিজ করলেও ঈদের দিনই ব্যাবসা ভাল করেছে। প্রায় ৪১ কোটির ব্যবসা করেছে সলমনের ছবি। তবে, এবারও যে কনটেন্টের ক্ষেত্রে ভাইজান ফ্লপ করেছেন একথাও শোনা যাচ্ছে। সামনেই তাঁকে আবার দেখা যাবে টাইগার থ্রি ছবিতে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Salman sangeeta bijlani together at eid party