Advertisment

১৪ কোটির সোনা-হিরেয় 'সালঙ্কারা' সামান্থা, মেগা বাজেট 'শকুন্তলম'-এ বাংলার যিশু

সামান্থার শকুন্তলা লুক প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Samantha Ruth Prabhu, Shakuntalam, Shaakuntalam, Shaakuntalam release, Jisshu Sengupta, সামান্থা রুথ প্রভু, শকুন্তলম, যিশু সেনগুপ্ত, বলিউডের খবর

'শকুন্তলম'-এ সামান্থা রুথ প্রভু, যিশু সেনগুপ্ত

পরনে সোনা-হিরের গয়না। শকুন্তলা অবতারে ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে একেবারে হইচই ফেলে দিয়েছেন সামান্থা রুথ প্রভু। তাঁর নতুন সিনেমা রিলিজের আগেই একের পর এক চমক দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ১৪ কোটি টাকা মূল্যের সোনা-হিরে দিয়ে তৈরি গয়না পরে 'শকুন্তলম'-এর শুটিং করেছেন অভিনেত্রী। যে ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্তও।

Advertisment

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে বহু চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও দমে যাননি সামান্থা। 'ও আন্তাভামা গার্ল' এখন দক্ষিণী ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অন্যতম অভিনেত্রী। সম্প্রতি তাঁর মেগা বাজেট সিনেমা শকুন্তলম-এর লুক প্রকাশ্যে এসেছে, আর তা দেখেই শোরগোলের অন্ত নেই বিনোদুনিয়ায়। কারণ? এই ছবিতে সামান্থা যে গয়নায় সেজেছেন, সেগুলো আসল সোনা এবং হিরের। দামও গগনচুম্বী।

কবি কালিদাসের 'অভিজ্ঞান শকুন্তলম' কাব্য অবলম্বনে তৈরি হয়েছে 'শকুন্তলম'। পিরিওডিক ফিল্ম। অতঃপর সেট ডিজাইন থেকে শুরু করে চরিত্রদের পোশাক, সাজসজ্জা কিছুতেই কোনওরকম কার্পণ্য করেননি নির্মাতারা। অতঃপর মুখ্য চরিত্র সামান্থার 'শকুন্তলম' যে বেশ যত্ন নিয়ে তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য। শকুন্তলার পোশাক ও গয়না তৈরি করেছেন ডিজাইনার নীতা লুল্লা।

<আরও পড়ুন: বুকের খাঁজে লক্ষ্মীর লকেট, হিন্দু ধর্মের ‘বিরুদ্ধাচরণ’! তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের>

উল্লেখ্য, 'শকুন্তলম'-এ সামান্থার বিপরীতে রাজা দুষ্মন্ত্যর ভূমিকায় অভিনয় করেছেন দেব মোহন। ওদিকে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় দেখা যাবে বাংলার যিশু সেনগুপ্তকে। তাঁর লুকও প্রকাশ্যে এসেছে। যা দেখে মুগ্ধ অনুরাগীরা। আগামী ১৪ এপ্রিল হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে 'শকুন্তলম'।

tollywood jisshu sengupta bollywood Samantha Ruth Prabhu Entertainment News
Advertisment