Bengali Serial-Samata Das: বাংলা সিরিয়ালে এমন অনেক মানুষের অভিনয় দেখার সুযোগ দর্শকের হয়, যারা একটা সময় পর হারিয়েও যান। জনপ্রিয় দিন সিরিয়ালের মাধ্যমে তাঁদের উত্থান হলেও, পরবর্তীতে যে এমনটা হবে, সেটা নাও হতে পারে। এমন এক শিল্পী যিনি সুপারহিট সিরিয়াল এক আকাশের নিচের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা পেয়েছিলেন, তিনি সমতা দাস।
অভিনেত্রী, এই ধারাবাহিকে আর পাঁচজন তারকার মতোই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এই সিরিয়ালে তিনি টুষ্কির ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও বুদ্ধদেব দাশগুপ্তর মন্দ মেয়ের উপাখ্যান ছবিতেও তাঁর অভিনয় দারুণ প্রশংসা পেয়েছিল। এখানেই শেষ না, তারপর অনেকবছর তিনি দূরে ছিলেন অভিনয় থেকে। জানা যেত, ব্যক্তিগত জীবনে নানো সাংঘাতিক ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু, মিষ্টি এই মেয়েটি ফের আবার কামব্যাক করলেন। ধারাবাহিকে তখন লিড নায়িকা হিসেবে না, তাঁকে দেখা গিয়েছিল অন্যরকম কয়েকটি চরিত্রে।
প্রায় অনেকবছর পর তাঁকে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণিতে তাঁকে দেখা গিয়েছিল। যোগমায়া দাসীর ভূমিকায় তাঁকে দেখা যেত। সেই সিরিয়ালের মাধ্যমেই ফের একবার নজরে আসেন তিনি। যদিও বা তাঁর আগেও নানা সিরিয়ালে অভিনয় করেছেন। এরপরই গৌরি এল ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল। তারপর? অভিনেত্রীকে স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেখানেও বেশ কিছুদিন অভিনয় করেন তিনি।
Web Series based on Terrorism: Web Series-এও আতঙ্কবাদের নানা গল্প, এ…
তাহলে এখন কোথায় গেলেন তিনি? সমতা নিজে সমাজ মাধ্যমে খুব একটা সক্রিয় না হলেও, তিনি বর্তমানে ব্যস্ত যাত্রাপালা এবং পরিবারের সঙ্গে। যাত্রার মন দিয়েছেন তিনি। যাত্রার দলের সঙ্গে নানা মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। পশ্চিমবাংলার নানা জায়গায় তিনি যাত্রা করতে পৌঁছে যান। কিন্তু, রাসমণির শাশুরির চরিত্রে সুযোগ পেয়েই তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নানা কথা। সেখানে তাঁর ছেলের ভূমিকায় ছিলেন গাজী নুর। কিন্তু অসুবিধা হয়নি? বরং তিনি তখন নিজেও একজন মা। উত্তরে বলেছিলেন...
"২৩-২৪ বছর বয়সি কারওর মা হতে হবে এটা ভেবেই অদ্ভুত লাগছিল। পরে ভাবলাম এটা একটা ঐতিহাসিক চরিত্র। এবং সেই সময় অনেক ছোট বয়সে বিয়ে হত। রাসমণির শাশুড়ি মা হিসেবে দারুণ গুরুত্বপুর্ন ছিল চরিত্রটা। তা-ই হ্যাঁ বলেই চ্যালেঞ্জ নিয়েছিলাম।"