Web Series on Terrorism: জঙ্গিহানায় উদ্বিগ্ন ভারত। সারা দেশ যেন রেগে আগুন কাশ্মীরের ঘটনায়। বিশেষ করে, নিরীহ মানুষের প্রাণ যেতেই তেড়েফুঁড়ে উঠেছেন স্কলেই। ভূস্বর্গ যে মানুষের চোখের জলের কারণ হবে যেন কেউ ভাবতেও পারেননি। কিন্তু এই জঙ্গিহানার গল্প কিন্তু ভারতে নতুন না। বরং বহুবার এই জঙ্গিহানার ওপর ভিত্তি করেই নানা ধরণের কনটেন্ট এসেছে। ওয়েব সিরিজের ক্ষেত্রেও এহেন কনটেন্ট কম নেই।
বলা উচিত এই ধরণের ওয়েব সিরিজ দেখতে দেশের মানুারষ ভালওবাসেন। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন সিরিজগুলি আতঙ্কবাদের হলেও দর্শক দেখে দারুণ আনন্দ পেয়েছেন।
Bollywood Movies Shooting on Kashmir: ভূস্বর্গ আজ রক্তাক্ত, কিন্তু এই ৫…
মুম্বাই ডায়রিস ২৬/১১: ২৬/১১ এর রাতে গোটা মুম্বাই জুড়ে যে অবস্থা হয়, নিরিখেই এই সিরিজ। এবং, সেই রাতে চিকিৎসকদের যা অবস্থা হয়। তাঁদের যে ধরণের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, এই নিয়েই নির্মিত ওয়েব সিরিজ।
স্পেশ্যাল ওপসঃ এই সিরিজ স্পেশাল অপস হল নীরজ পান্ডে নির্মিত ও পরিচালিত হটস্টার স্পেশালসের জন্য একটি ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন গুপ্তচরবৃত্ত থ্রিলার সিরিজ। যেখানে শিবম নায়ার সহ-পরিচালনার কৃতিত্ব প্রদান করেছেন। এতে কে কে মেনন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সদস্য হিম্মত সিং নামে পাঁচজন এজেন্টের একটি দলের লিড। গল্প আবর্তিত হয়, এমন এক ব্যক্তিকে খুঁজে বের করতে, যিনি ভারতে সংঘটিত সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী।
Arijit Singh on Pahalgam Terror attack 2025: কাশ্মীরের ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়ে মনুষ্যত্বের পরিচয় দিলেন অরিজিৎ, শুনলে মন ছুঁয়ে যাবে...
দ্যা ফ্যামেলি ম্যানঃ দ্য ফ্যামিলি ম্যান হল একটি ভারতীয় হিন্দি ভাষার গুপ্তচর অ্যাকশন থ্রিলার। এতে মনোজ বাজপেয়ী শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন মধ্যবিত্ত ব্যক্তি, এবং যিনি গোপনে জাতীয় তদন্ত সংস্থার একটি কল্পিত শাখা থ্রেট অ্যানালাইসিস অ্যান্ড সার্ভিলেন্স সেল (টিএএসসি) এর গোয়েন্দা কর্মকর্তা হিসাবে কাজ করছেন। এই সিরিজটি বেশ পছন্দ করেছেন সকলে।