/indian-express-bangla/media/media_files/2025/10/03/sameer-wankhede-2-2025-10-03-17-52-11.jpg)
যা বললেন সমীর আরিয়ানকে নিয়ে...
২০২১ সালের অক্টোবরে এক কথিত রেভ পার্টি থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়। এবং তিনি প্রায় এক মাস জেল হেফাজতে ছিলেন। সেই মামলার দায়িত্বে থাকা এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
সমীর জানান, আইন অনুযায়ী গ্রেপ্তার করতে হলে অভিযুক্তের কাছে মাদক পাওয়া জরুরি নয়। তার ভাষায়, “মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, যে কারও কাছে মাদক না পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া যায় না। অথচ চেইনের প্রতিটি অংশ- যিনি তৈরি করেন, যিনি সরবরাহ করেন, কিংবা যিনি কিনতে চান- সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া জরুরি। দখল থাকা বা না থাকা আসল বিষয় নয়।”
Jeet: মোটা অঙ্কের টাকার প্রস্তাব, ইডি-র নজরে আসা তারকার ভিড়ে কীভাবে দূরে রইলেন জিৎ?
তাকে প্রশ্ন করা হয়েছিল, আরিয়ান কি সহজ ভাষায় 'বলির পাঁঠা হয়েছিলেন? জবাবে সমীর দৃঢ়ভাবে বলেন, “না, কাউকে বলির পাঁঠা বানানো হয়নি। পর্যাপ্ত বৈদ্যুতিন প্রমাণ, বিবৃতি ও সচেতন দখলের ভিত্তিতেই তদন্ত এগিয়েছিল।”
২৫ কোটি টাকার ঘুষ দাবির অভিযোগ নিয়েও সমীরের জবাব স্পষ্ট- “এই অভিযোগ সত্য নয়। চ্যাটগুলো আপনারা দেখেছেন, আমি আবার করে এককথা বলতে চাই না। আমি আমার দায়িত্ব পালন করেছি এবং কাউকে ছাড়িনি।” শাহরুখ খানের সঙ্গে ব্যক্তিগত কথোপকথন ফাঁসের অভিযোগ নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, "ফাঁস করা ভুল শব্দ। আমি এমন মানুষ নই যে দুর্বল হয়ে এ ধরনের কাজ করব।" উল্লেখ্য, আরিয়ান খানকে ২০২২ সালে সমস্ত মাদক সংক্রান্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল।