Samrat Mukerji:'৫০ বছর বয়সে দ্বিতীয় বিয়ের জোশ আমার নেই', ময়নার সঙ্গে ডিভোর্স গুঞ্জনে সোজাসাপটা সম্রাট

Samrat-Moina Divorce Rumour: সরস্বতী পুজোর পরই সম্রাট-ময়নার দাম্পত্যে ভাঙন! এই খবর ছড়িয়ে পড়তেই অবাক খোদ অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে সত্যিটা জানালেন সম্রাট মুখোপাধ্যায়।

author-image
Kasturi Kundu
New Update
৫০ বছর বয়সে দ্বিতীয় বিয়ের জোশ আমার নেই: সম্রাট

৫০ বছর বয়সে দ্বিতীয় বিয়ের জোশ আমার নেই: সম্রাট

Samrat-Moyna: ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভ্যালেনটাইন উইক। ভালবাসার মরশুমে টলিপাড়ায় ভাঙনের সুর! দীর্ঘ বিবাহিত জীবনে ইতি টানছেন জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। স্ত্রী ময়নার সঙ্গে সত্যিই আলাদা হচ্ছে সম্রাটের পথ চলা? সম্পর্কের ভাঙা-গড়ার খেলায় নিজেদের নাম জড়াতেই হতভম্ব খোদ তারকা দম্পতি। স্ত্রী-সন্তান নিয়ে সুখের সংসারে সম্রাটের। তাই এই খবরে বেশ বিরক্ত অভিনেতা। কিন্তু, আচমকা এমন খবর কী ভাবে ছড়িয়ে পড়ল? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে ঘটনার A টু Z বললেন সম্রাট মুখোপাধ্যায়। 

Advertisment

অভিনেতা বলেন, 'আমার বাবা ৫ মে মারা গিয়েছেন। সেই জন্য আমাদের কাল অশৌচ চলছে। ইনস্টিটিউটে প্রতিবার খুব বড় করে পুজো হয়। কিন্তু, এবারে অশৌচের জন্য সেটা হয়নি। তাই বাচ্চাগুলো এখানে অঞ্জলি দিতে পারছে না বলে ময়না বলল তাহলে ওদের স্কুলে গিয়ে অঞ্জলিটা দিয়ে দিই। তারপর যদি সম্ভব হয় ইন্সটিটিউটে আসব। সেদিন ওঁর শরীরটা খুব একটা ভাল ছিল না। তাই আর আসেনি। সেই সময় ওখানে আমার প্রাক্তন এক ছাত্র ছিল। সে অনেকবারই জানতে চেয়েছে ময়না আসছে কিনা। ওকে ফোনও করেছে। তখন ময়না বলেছে যে ওঁর শরীরটা ভাল নেই তাই আর আসবে না। এরপর সব ছাত্রছত্রীই ময়নাকে ফোন করে শরীরের খবর নিচ্ছিল। কাজের মাঝে এত ফোন ধরা সম্ভব নয় বলে ফেসবুকে জানিয়ে দিয়েছিল শরীর ভাল আছে। এরপরই দেখছি আমাদের ডিভোর্স হয়ে গেল! এই খবর দেখে নিজেরাও অবাক।'

Advertisment

বিবাহবিচ্ছেদ গুঞ্জন প্রসঙ্গে সম্রাট মুখোপাধ্যায় মজা করে বলেন, 'দ্বিতীয়বার বিয়ে করার মতো জোশ আমার আর নেই। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি। শুটিংয়ের পর ইন্সটিটিউটের কাজ, এছাড়াও আমি মেয়েদের জন্য একটা হস্টেল তৈরি করেছি। যাতে কলকাতায় এসে নিরাপদে মেয়েরা সস্তায় থাকতে পারে। একটা স্টুডিও বানাচ্ছি। সেটার কাজ চলছে। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় কাজ করতে করতেই কেটে যায়। ময়নার সঙ্গে দেখা করার সময়টাই কখনও কখনও হয় না। সেখানে দাঁড়িয়ে নতুন করে সংসার পাতার ইচ্ছেটাই আমার নেই।'

ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই সম্রাটের সংযোজন,'আজকাল ডিভোর্স আহামরি কোনও বিষয় নয়। আর গ্ল্যামার দুনিয়ায় তো আরও নয়। আমি যদি কোনওদিন এই পরিস্থিতির শিকার হই তাহলে নিজেই সেকথা জানাব। লুকোচুরির তো কিছু নেই। আমি ভীষণ ক্লান্ত মানুষ। ৫০ বছর বয়সে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর এসব নিয়ে ভাবার সময় নেই। তখন পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটানো আর ঘুমটাই প্রয়োজন হয়।'

Bengali Cinema Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Film Bengali serial TRP Bengali Film Industry Samrat Mukerji