/indian-express-bangla/media/media_files/2025/06/24/sana-khan-2025-06-24-19-43-56.jpg)
মায়ের শেষকৃত্যে ভেঙে পড়লেন সানা
Sana Khan Mother Passed Away: মা হারিয়ে যাওয়া মানে জীবন থেকে অন্য এক অধ্যায় চলে যাওয়া। যারা মাকে হারান তারা জানেন যে যন্ত্রনা কি রকম। মায়ের যতই বয়স হোক না কেন তার চলে যাওয়ার অর্থ জীবন থেকে একটা বিরাট সময় চলে যাওয়া। সানা খান তার মাকে হারিয়েছেন গতকাল। মাকে হারানোর শোকে জর্জরিত প্রাক্তন বিগ বস অভিনেত্রী। তাঁর মা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। চিকিৎসাও তবে শেষ রক্ষা হলো না।
মঙ্গলবার মায়ের শেষকৃত্য সম্পন্ন করেছেন সানা খান। মা সয়িদা খানকে শেষ যাত্রায় কাজ দিলেন তার জামাই। যে সময় এই ঘটনা ঘটছে, সেখানে হাজির ছিলেন সানা। মৃত্যু সংবাদ শেয়ার করে জানিয়েছিলেন যে আমার মা আল্লাহর কাছে ফেরত গেছে। দীর্ঘদিন রোগে ভুগছিলেন। তবে, শারীরিক যন্ত্রণার থেকে মুক্তি পেয়েছেন তিনি। তবে তার মায়ের শেষ যাত্রা থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিও দেখলে চোখে জল আসতে বাধ্য। মাকে হারিয়ে শোকের মূর্ছা যাচ্ছিলেন তিনি। সকলে ঘিরে রেখেছিলেন প্রাক্তন অভিনেত্রীকে।
Actor Arrested on Drugs Case: চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা…
সেখানেই দেখা যায়, আর পাঁচজনের সামনে মারাত্মকভাবে কাঁদছেন তিনি। সকলে তাঁকে ধরে নিয়ে সামলানোর চেষ্টা করলেন। কিন্তু তার কান্না থামছে না। একটা সময় তো, কাঁদতে কাঁদতে তিনি বসে পড়লেন। সকলে মিলে তাঁকে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু সানা তখন বোঝার চেষ্টা তো দূর তিনি তখন মায়ের সঙ্গে মর্মাহত। মাকে ৪ কাঁধে করে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন একদৃষ্টে চেয়ে রইলেন তিনি। কিন্তু, একেবারেই নিজেকে সামলাতে পারলেন না। মাতৃ শোকে কাতার অভিনেত্রীকে দেখতে গেলেন কারা কারা?
যদিও সানা বহুদিন হল লাইমলাইট ছেড়েছেন, কিন্তু! ক্যামেরা তাঁর পিছু ছাড়েনা। এখন তার বদল এসেছে পোশাকে। খোলামেলা পোশাকের জায়গা তিনি সম্পূর্ণ নিজেকে ঢেকে রাখেন। হিজাব পড়েন। কিন্তু, অভিনেত্রীদের অনেকেই আজও তাঁর বন্ধু। তাইতো যখন সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন তিনি, তখন তার সঙ্গে দেখা করতে গেলে আরেক অভিনেত্রী গহর খান। নিজেও অন্তঃসত্বা এই অভিনেত্রী। কিন্তু, বন্ধুর শোকে তাঁর পাশে দাঁড়ালেন। এই অবস্থাতেও তাঁর সঙ্গে দেখা করতে গেলেন তিনি। অন্যদিকে, মুনাওয়ার ফারুকীর স্ত্রী গেলেন তাঁর সঙ্গে দেখা করতে।
প্রসঙ্গে, সানা কিছুদিন আগেই আরেক সন্তানের মা হয়েছেন। প্রথম সন্তানের কিছুদিনের মধ্যেই তিনি আবারও মা হন। তাঁকে নিয়ে সুখের সংসার সাজানোর কিছুদিনের মধ্যেই চলে গেলেন তাঁর মা।