দিবাকর বন্দ্যোপাধ্যায়ের এই ছবি কিছু দেরী করেই মুক্তি পাচ্ছে। অর্জুন কাপুর, পরিণীতি চোপড়া, নীনা গুপ্তা, রঘুবীর যাদব এবং জয়দীপ আলওয়াত-এর মতো অভিনেতারা রয়েছেন ছবিতে। অন্য সমস্ত ছবির মতো 'সন্দীপ অউর পিঙ্কি ফারার'-এর ট্রেলারেও বেশিরভাগ রহস্যই বলে দিয়েছেন পরিচালক। তবু কোথাও যেন অস্বস্তি রেখে গিয়েছেন তিনি।
Advertisment
ছবিতে পরিণীতি, সন্দীপ কৌর পালাচ্ছে। কিন্তু কী থেকে পালাচ্ছে এবং কেন সেটা জানা যাচ্ছে না। এটাই দর্শকের উত্তেজনা বাড়াবে। অর্জুন অর্থাৎ পিঙ্কি যাদবও সন্দীপের সঙ্গে পালাচ্ছে, কিন্তু তার অতীত কাহিনি এখনও প্রকাশ্যে আসেনি।
২০১৭ সালের নভেম্বরে ফার্স্টলুক প্রকাশ্যে এসেছিল এ ছবির। তারপরেই ২০২০- একে একে পোস্টার ও ট্রেলার মুক্তি পেল।
আগে পরিণীতি ছবিতে তাঁর চরিত্র নিয়ে বলেছিলেন, ''ছবিতে একজন অত্যন্ত কেরিয়ারিস্টিক মেয়ে আমি। যে কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত। দিল্লিতে থাকে এবং জীবনে কী চায় সেটা তার কাছে পরিস্কার। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবির হিরোইন সে। আগে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। দিবাকর যেভাবে আমাকে চিত্রায়িত করেছেন তা নিয়ে উত্তজিত।''
ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে অর্জুন কাপুর বলেছিলেন, ''আমাদের দেশ এই মুহূর্তে একটি দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে তা হল ভারত ভার্সেস ইন্ডিয়া। দু ধরনের ভাবনা বলতে পারেন। মানুষের মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছে এই ছবি। যা সমাজের পরিবর্তনের সঙ্গে চিন্তার বদল হচ্ছে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে কীভাবে যাচ্ছে মানুষ।''