বৃহস্পতিবার বিকেলেই এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee)। করোনায় আক্রান্ত বর্ষীয়ান গায়িকা। বয়সের কথা মাথায় রেখেই তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গীতশ্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছে ৫ জন সদস্যের একটা মেডিক্যাল টিম। গতকাল কিংবদন্তী গায়িকার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীমহল দ্রুত আরোগ্য কামনা করেছেন। তা কেমন আছেন এখন সন্ধ্যা মুখোপাধ্যায়?
হাসপাতালের তরফে জানা গিয়েছে, প্রবাদপ্রতীম গায়িকার শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। গতকাল রাতের তুলনায় এখন ভালই আছেন। বিভিন্ন রকম রক্ত পরীক্ষা করা হয়েছিল সন্ধ্যাদেবীর। যার ফল ইতিবাচক এসেছে। গায়ে জ্বর নেই। তাপমাত্রার পাশাপাশি রক্তচাপও স্বাভাবিক। বৃহস্পতিবার তাঁর শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রাইস টিউবে খাবার খাওয়ানো হচ্ছিল। তবে শুক্রবার সকালে সেই টিউব খুলে চা-বিস্কুট খাওয়ানো হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল মারফৎ।
<আরও পড়ুন: করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য ৫ সদস্যের মেডিক্যাল টিম, নজর মমতার>
আপাতত জেনারেল কোভিড বেডেই রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গতকালই সিটি স্ক্যান করানো হয়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে। লিভারেও এনজাইম তুনামূলক বেশি। দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। যার জেরেই গতকাল হালকা হার্ট ফেলিওর হয়েছে। দিন কয়েক আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরে যে চোট পেয়েছেন, তার জন্য সংশ্লিষ্ট হাসপাতালের অর্থোপেডিক সার্জনের তত্ত্বাবধানে রয়েছেন গীতশ্রী।
উল্লেখ্য, সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি খবরাখবর নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই এদিন গায়িকাকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গীতশ্রীর পদ্মশ্রী-প্রত্যাখান ইস্যু নিয়ে যখন তোলপাড় বাংলা, তার চব্বিশ ঘণ্টার মধ্যেই গুরুতর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল কিংবদন্তী গায়িকার। তড়িঘড়ি গ্রীন করিডোরে করে SSKM-এর উডবার্ন বিভাগের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয় তাঁকে। প্রবাদপ্রতীম শিল্পীকে দেখতে হাসপাতালে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্ররা। তবে, স্বস্তির খবর বৃহস্পতিবারের তুলনায় সন্ধ্যা মুখোপাধ্যায় এখন ভাল রয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন