Advertisment
Presenting Partner
Desktop GIF

অত্যন্ত সঙ্কটজনক 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়, সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ মমতার

দুপুরে হাসপাতালে চিকিৎসকদের বৈঠকের পরই খবর পান মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sandhya Mukherjee health update, Sandhya Mukherjee, Sandhya Mukherjee in ICU, সন্ধ্যা মুখোপাধ্যায়, করোনায় আক্রান্ত সন্ধ্যআ মুখোপাধ্যায়, গীতশ্রীর শারীরিক পরিস্থিতি, bengali news today

সন্ধ্যা মুখোপাধ্যায়

বুধবার সকালেই হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) শারীরিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে দুপুর ২টোয় বৈঠক করবেন চিকিৎসকরা। কতটা বিপন্মুক্ত বর্ষীয়াণ শিল্পী, সেই প্রেক্ষিতে আগামী পদক্ষেপ কী হতে পারে? তা নিয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। বৈঠক শেষে জানা গেল, প্রবাদপ্রতীম কিংবদন্তী শিল্পীর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। খবর পেয়েই মমতা বন্ধ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাবতীয় জরুরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

Advertisment

সূত্র জানা গিয়েছে, অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বেসরকারি হাসপাতালে বর্ষীয়াণ শিল্পীর শারীরিক অবস্থার খবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই জানতে পারেন যে, তিনি বিপন্মুক্ত নন। এবং শারীরিক পরিস্থিতিও খুব একটা ভাল নেই। তৎক্ষণাৎ মমতা নির্দেশ দেন, প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণের।

<আরও পড়ুন: করোনায় আক্রান্ত শাবানা আজমি, খবর পেয়েই বনি কাপুরের পরামর্শ, ‘জাভেদের থেকে দূরে থাকো’>

প্রসঙ্গত, বিগত ২ দিনের রিপোর্ট অনুযায়ী, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোভিড সংক্রমণজনিত জটিলতা আপাতত নিয়ন্ত্রণে থাকলেও বার্ধক্যজনিত সমস্যা তো রয়েইছে। উপরন্তু সম্প্রতি শৌচাগারে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। সেই ব্যথাও রয়েছে। সেই প্রেক্ষিতেই চিকিৎসার পরবর্তী ধান নিয়ে আলোচনা করছেন ডাক্তাররা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলেই এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে। করোনায় আক্রান্ত বর্ষীয়ান গায়িকা। বয়সের কথা মাথায় রেখেই তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গীতশ্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছে ৫ জন সদস্যের একটা মেডিক্যাল টিম। কিংবদন্তী গায়িকার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীমহল দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন। প্রথম দিন থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির খবরাখবর নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই এদিন গায়িকাকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবারও সংকটজনক পরিস্থিতির কথা শুনে সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মমতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Sandhya Mukherjee West Bengal News kolkata news Mamata Banerjee Entertainment News
Advertisment