লড়াই চলছে লড়াই চলবে। বিচার চাওয়া একমাত্র উদ্দেশ্য। আজ যেন, অল্প একটু স্বস্তির নিঃশ্বাস বাংলার মানুষ তথা আন্দোলনকারীদের। আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল CBI কর্তৃক গ্রেফতার। হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনায়, প্রথম দিন থেকে অভিযুক্ত তিনি। এবং তাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা সমাজ মাধ্যমের পাতায়।
অবশেষে আজ সেই দিন। টানা এতদিন সিবিআই জেরা করার পর, আজই সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। 'এই তো সবে শুরু...', এমনটাই মনে করছে সাধারণ মানুষ থেকে তারকারাও। মেয়েদের সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরে, বেশিরভাগই রাস্তায় নেমেছিলেন। আরজিকরের জুনিয়র ডাক্তারটির সঙ্গে হয়ে যাওয়া নারকীয় ঘটনার হেস্থনেস্থ না করে তারা ছাড়বেন না।
আর আজ তারই সূচনা হলো। মানুষ যেন দীর্ঘদিন ধরে এটারই অপেক্ষা করছিলেন। অভিনেতা জিতু কামালের তেমনই মতামত। কিন্তু অভিনেতার পোস্টে এটি কার মন্তব্য? যার মন্তব্য দেখে রীতিমত বুক কাঁপতে শুরু করেছে অভিনেতার! জিতু ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। যে প্রতিকী ছবিতে দেখা যাচ্ছে, টেবিলের তলায় একটি ডেড বডি। তার চারপাশে, রীতিমত মোচ্ছব করছেন উপর তলার মানুষরা। তাতে জিতু ক্যাপশন দিয়েছেন, 'প্রথম ব্রেকথ্রু'।
আরও পড়ুন - Kanchan Mullick-Ananya Chatterjee: 'একা হয়ে যাবেন, আপনি জননেতা...', কাঞ্চনকে মোক্ষম দাওয়াই অনন্যার
তারপর...?
আর সেই পোস্টেই এক ব্যক্তির কমেন্ট দেখে, থতমত খেয়ে গেছেন জিতু। সন্দীপ ঘোষ তো গ্রেফতার, তাহলে তিনি কী করে তার সমাজের মাধ্যমে পাতায় কমেন্ট করছেন? জিতুর পোস্টটি খেয়াল করলেই দেখা যাবে, সন্দীপ ঘোষ নামের এক ব্যক্তি সেখানে কমেন্ট করেছেন। প্রাক্তন প্রিন্সিপালের সঙ্গে নামের মিল থাকলেও মানুষটি আলাদা। তিনি লিখেছেন, আইপিসির কোন ধারায় তাকে এরেস্ট করা হয়েছে, সেটাই আসল। আর নাম দেখে চমকে উঠেছেন জিতু।
সন্দীপ ঘোষ নামের ওই ব্যক্তিকে মজার ছলে বলে বসলেন, "নাম দেখে ঘাবড়ে গিয়েছিলাম মশাই"। জিতুর মশকরা ধরে নিয়েছেন অনেকেই। সত্যিই প্রথমবার দেখলে চমকে যাওয়ার মতই। একই নামের অন্য ব্যক্তি, হঠাৎ করে ভয় তো হবেই। জিতু তাঁর ব্যতিক্রম না। জিতুর পাশাপাশি সে ব্যক্তিকে নিয়ে হাসিঠাট্টা চালিয়েছেন অন্যান্য সাধারণ মানুষও।
তবে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর, সমাজ মাধ্যমে মানুষের যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তাতে এইটুকু পরিস্কার, যেন বেশিরভাগ এই অপেক্ষায় ছিলেন।