Advertisment
Presenting Partner
Desktop GIF

Sandipta 1st Anniversary : 'আমাকে রান্নাঘরেও একা ছাড়ে না', দাম্পত্যের প্রথম বর্ষপূর্তিতে স্বামীর দুষ্টু-মিষ্টি অভ্যাস ফাঁস সন্দীপ্তার

Sandipta Sen And Soumya Mukherjee : ৭ ডিসেম্বর সন্দীপ্তা-সৌম্যর প্রথম বিবাহবার্ষিকী। তার আগে স্বামীর সঙ্গে এক বছরের সুখী গৃহকোণ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের সঙ্গে কথা বললেন সন্দীপ্তা।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
দাম্পত্যের প্রথম বর্ষপূর্তিতে স্বামীর দুষ্টু-মিষ্টি অভ্যাস ফাঁস সন্দীপ্তার

দাম্পত্যের প্রথম বর্ষপূর্তির আগে স্বামীর দুষ্টু-মিষ্টি অভ্যাস ফাঁস সন্দীপ্তার

প্রশ্ন : এক বছরে সম্পর্কের সমীকরণ কোথাও বদলেছে? বিয়ে জীবনের বাড়তি চাপ না সুন্দর বিষয়?

Advertisment

সন্দীপ্তা : এটা তো মানুষ বিশেষে নির্ভর করে। তবে আমার কাছে বিয়েটা খুব সুন্দর জিনিস। দুজন মানুষ যখন বিয়ে করে তখন সেটা একটা টিম হয়ে যায় যেখানে বন্ডিং, ভালবাসা সবটাই থাকে। আর সেটা পুরোপুরি অন্তরের, জোর করে তো কিছু হয় না। ভালোবাসা ছিল বলেই তো দুটো মানুষ বিয়ে করেছে। টিম যেমন সবসময় চায় নিজেদের ভাল হোক তেমনই বিয়েটা সুন্দরভাবে বাঁচিয়ে রাখাও দুজনের দায়িত্ব। একটা বছরের প্রতিটি মুহূর্ত খুব আমার কাছে খুব স্পেশ্যাল। 

প্রশ্ন : সৌম্যর কোন গুণের জন্য মনে হয় তোমরা 'পারফেক্ট ম্যাচ' বা তোমার চয়েস 'হান্ড্রেড পার্সেন্ট' ঠিক?

সন্দীপ্তা : এটা তো ভীষণ পার্সোনাল একটা বিষয়। ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো দেখে মনে হয় এই মানুষটাই আমার জন্য পারফেক্ট। একান্ত ব্যক্তিগত বিষয় আমি কখনও কারও সঙ্গে শেয়ার করি না। কিন্তু, প্রতি মুহূর্তে আমি ফিল করি ও আমার জন্য একদম 'রাইট চয়েস'।

Advertisment

প্রশ্ন :  দুজনেই ওয়ার্কিং। হাসব্যান্ড হিসেবে সৌম্য কতটা কেয়ারিং? এক বছরে সেই অভিজ্ঞতা কেমন?

সন্দীপ্তা :  না চাইতেই সৌম্য আমার জন্য অনেক কিছু করে। ও আমাকে এতটাই হেল্প করে যে আমি মাঝেমাঝে বলি এবার আমাকে করতে দে। তুই (সন্দীপ্তার ডাক) বিশ্রাম নে। ভোরবেলা যখন শ্যুটিং থাকে তখন সৌম্যও উঠে যায়। ওঁর হয়ত পরে উঠলেও হয় কিন্তু আমাকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে আসে। 

প্রশ্ন : মানভঞ্জনের ক্ষেত্রে কে এগিয়ে আসে? একবছরে কখনও দুজনে কোমড় বেঁধে ঝগড়া করেছ?

সন্দীপ্তা :  না না, আমরা কেউই খুব চিৎকার করে ঝগড়া করি না। তবে আমরা যখন রেগে যাই সেটা দুজনেই বুঝতে পারি যে প্রচণ্ড রাগ হয়েছে। যখন রাগ হয় তখন ঝগড়া না করে কারণটা খুঁজে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি। দুজনেই খুব শান্তিপ্রিয় মানুষ। আমাদের ঝগড়টা খুবই বোরিং(হাসি)। 

প্রশ্ন : প্রথম বিবাহবার্ষিকীতে বিশেষ কী প্ল্যান?

সন্দীপ্তা : আমার তুতো ভাইয়ের বিয়ে হয়েছে কাল। আগামীকাল বউভাতের অনুষ্ঠান। সকালে তো ওখানে যাব। সন্ধ্যায় খুব কাছের কিছু মানুষদের নিয়ে একটা গেটটুগেদার করছি। ভাইয়ের বিয়ের জন্যই ঘোরার প্ল্যান করিনি। তাহলে বিয়েটা মিস হয়ে যেত। 

প্রশ্ন :  এক বছরে সৌম্য তোমার হাতের কোন স্পেশ্যাল রান্না বারবার খেতে চেয়েছে?

সন্দীপ্তা :  রান্না করতে আমার কোনওদিনই খুব একটা ভাল লাগে না। এইসব এক্সপেরিমেন্টগুলো সৌম্যই করে। তবে ও আমার হাতে চিকেন কারি খেতে খুব ভালবাসে। সকালে আমার হাতের চা-টা ওঁর ভীষণ প্রিয়। আমার তো অনেক কিছু খেতে ভাল লাগে। অন্ধ্রা বিরিয়ানি আমার খুব ভাল লাগে। ওটা বানিয়েছিল। সত্যিই দারুণ হয়েছিল। সৌম্য আমার থেকে বেটার কুক। আমাকে কখনও রান্নাঘরে একা ছাড়ে না। খাওয়ার যখন সার্ভ করি তখনও আমাকে রান্নাঘরে সাহায্য করে। এটা কিন্তু, বিয়ের পর নয়, এটা সম্পর্কের শুরু থেকে দেখেছি। রান্নাঘরে কখনও একা ছাড়ে না। 

প্রশ্ন : প্রথম বিবাহবার্ষিকীতে বিশেষ উপহার তো নিশ্চয়ই আছে...

সন্দীপ্তা : ওটা বলব না (হাসি)। ওগুলো পার্সোনাল। তবে বিবাহবার্ষিকীর উপহার হিসেবে যেটা আমি পেয়েছি সেটা আমার নতুন সিনেমা আপিস। আজ ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে আমরা সবাই একসঙ্গে (সৌম্য, মা, বাবা) দেখতে যাব। এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। 

Bengali Serial Bengali Film Industry Sandipta Sen Bengali Cinema Bengali Film Bengali Actress
Advertisment