Sandy Saha:' বারণ করা সত্ত্বেও ভিক্টোদা শোনেনি ওঁর শাস্তির দাবি জানাচ্ছি', দুর্ঘটনার আগে অভিশপ্ত রাত নিয়ে মুখ খুললেন স্যান্ডি

Sandy Saha On Accident: ভিডিও বউমার সাফল্য সেলিব্রেট করতে গিয়ে আনন্দ যেন এক মুহূর্তে নিরানন্দে পরিণত হল। মদ্যপ অবস্থায় পরিচালকের গাড়ির বেপরোয়া গতির বলি হয়েছেন এক সাধারণ মানুষ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে পরিচালকের শাস্তির দাবি জানালেন স্যান্ডি সাহা।

Sandy Saha On Accident: ভিডিও বউমার সাফল্য সেলিব্রেট করতে গিয়ে আনন্দ যেন এক মুহূর্তে নিরানন্দে পরিণত হল। মদ্যপ অবস্থায় পরিচালকের গাড়ির বেপরোয়া গতির বলি হয়েছেন এক সাধারণ মানুষ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে পরিচালকের শাস্তির দাবি জানালেন স্যান্ডি সাহা।

author-image
Kasturi Kundu
New Update
দুর্ঘটনার আগের মুহূর্ত নিয়ে মুখ খুললেন স্যান্ডি সাহা

দুর্ঘটনার আগের মুহূর্ত নিয়ে মুখ খুললেন স্যান্ডি সাহা

Sandy Saha Video Bouma: রবিবাসরীয় সকালে ঠাকুরপুকুরে মারাত্মক দুর্ঘটনাকে ঘিরে তোলপাড় স্টুডিওপাড়া। রবিবার সকালে খবর ছড়িয়ে পড়ে সকাল ৯টার সময়ে ঠাকুরপুকুর বাজার এলাকায় একটি বি.এম. ডাব্লিউ গাড়ি কয়েকজন পথচারীকে আচমকা ধাক্কা দেয়। কিছুক্ষণ পরই শোনা যায় ওই গাড়ি চালাচ্ছিলেন 'ভিডিয়ো বউমা' ধারাবাহিকের পরিচালক ভিক্টো। তাঁর সঙ্গে গাড়িতে আর কারা ছিলেন তা নিয়ে শুরু হয় গুঞ্জন। নাম জড়িয়ে যায় স্যান্ডি সাহা ও আরিয়ান ভৌমিকের। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের টিআরপি ভাল ছিল। সাকসেস সেলিব্রেট করতেই দক্ষিণ কলকাতার একটি শপিং মলে এই ধারাবাহিকের কলাকুশলী ও অন্যরা পার্টি করছিলেন। সেখান থেকে সকলে পৌঁছেছিলেন আরিয়ানের বাড়িতে। পরদিন সকালে পরিচালকের গাড়ির বেপরোয়া গতির বলি হন এক সাধারণ মানুষ। সেদিন ঠিক কী ঘটেছিল তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় স্যান্ডি সাহার সঙ্গে।

Advertisment

ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রথমেই জানিয়েছেন দুর্ঘটনার সময় তিনি সেই স্থানে উপস্থিত ছিলেন না। তার আগের ঘটনার কথা বলতে গিয়ে বলেন, 'ভিডিয়ো বউমার সেটের কলাকুশলীরা একটা পার্টি করছিলাম। দক্ষিণ কলকাতার একটি অভিজাত শপিং মলেই পার্টিটা হচ্ছিল। সিরিয়ালের পরিচালক, প্রযোজক আরও অনেকেই এসেছিলেন। পার্টি হয়ে যাওয়ার পর আমরা প্ল্যান করি আরিয়ানের বাড়িতে যাব। আমরা সবাই গাড়ি নিয়ে এসেছিলাম। আগে থেকেই ড্রিঙ্ক করার প্ল্যান ছিল বলেই সবাই নিজেদের গাড়ি নিয়েই এসেছিলাম। পার্টি করার পর আমরা আরিয়ানের বাড়ি যাওয়ার সময় আমি ভিক্টোদার গাড়িতে উঠেছিলাম। আমি জানতামই না যে ওঁর গাড়িচালক নেই। ওঠার পর দেখি নিজেই চালকের বসে গাড়ি চালাচ্ছেন। এত বাজেভাবে গাড়ি চালাচ্ছিলেন যে আমার নিজেরই ভীষণ ভয় লাগছিল। বারবার বলছিলাম, এভাবে গাড়ি চালাবেন না। আমার ভয় করছে। আমি নেমে যাব। কিছুটা যাওয়ার পর আমি ফাইনালি গাড়ি দাঁড় করিয়ে নেমে যাই। অন্য গাড়িতে উঠে আমি আরিয়ানের বাড়ি পৌঁছাই। '

আরও বলেন,  'ওনাকে অনেকবার বলেছিলাম যে গাড়িটা পার্ক করে আমাদের গাড়িতে চলে আসুন। কিন্তু, যথারীতি শোনেননি। আমরা কো-আর্টিস্টের বাড়ি গিয়ে পার্টি করে একটু বিশ্রাম নিয়ে শুটিংয়ে এসেছি। ওঁর গাড়িতে ঋ দি, চ্যানেলের তরফে শ্রিয়াদি ছিলেন। ওঁরা পিছনের সিটেই বসেছিলেন। ওদের তো কোনও দোষ নেই। কারণ ভিক্টোদা মারাত্মক বাজেভাবে গাড়ি চালাচ্ছিলেন। ঋ-দিও বলছিলেন অনেক অনুরোধ করার পরও ঠিক মতো গাড়ি চালাননি। আমি তো আরিয়ানের গাড়িতে শুটিংয়ে এসেছি। ফ্লোরে এসে সবটা জেনেছি।' 

Advertisment

পরিচালকের উপর ক্ষোভ উরগে দিয়ে বলেন,  'এটা খুবই দুঃখজনক ঘটনা। যে মানুষটা মারা গেলেন তিনি তো আর ফিরে আসবেন না। এখানে দোষটা সম্পূর্ণ পরিচালকেরই।  ওঁর এভাবে ড্রাইভ করা একদমই উচিত হয়নি। আমি কখনই ওঁর পক্ষে কথা বলব না। যে ভুল করেছেন তার উপযুক্ত শাস্তির দাবি রাখছি। আমরা কখনই চাইব না ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ '-কে প্রোমোট করতে। যা ঘটেছে তার সিদ্ধান্ত তো প্রশাসন নেবে। আমি বা আরিয়ান দুর্ঘটনটার সঙ্গে কোনওভাবেই যুক্ত নই। আমরা তো ওই গাড়িতেই ছিলাম না। ' 

Bengali Serial Bengali Television Bengali News Bengali serial TRP Sandy Saha