Sandy Saha: 'নাইটিই আমার ইউএসপি', মহাকুম্ভে পুণ্যস্নানের নামে অশ্লীলতা! কী জবাব স্যান্ডি সাহার?

Sandy Saha Mahakumbh: মহাকুম্ভে পুম্যস্নান করেছেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। নাইটি পরে কেন ডুব দিলেন এবং সেখান থেকে কেন এভাবে সৈকতের নাম নিয়ে রিল শেয়ার করলেন? কী বললেন স্যান্ডি সাহা?

author-image
Kasturi Kundu
New Update
মহাকুম্ভে পুণ্যস্নানের নামে অশ্লীলতা! কী জবাব স্যান্ডি সাহার?

মহাকুম্ভে পুণ্যস্নানের নামে অশ্লীলতা! কী জবাব স্যান্ডি সাহার?

Sandy Saha Mahakumbh Reel: মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য ছুটছে আমজনতা থেকে সেলিব্রিটি। বলিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সেলেব সহ দেশ-বিদেশের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা এসেছেন। সেখান থেকে ছবি-ভিডিও পোস্ট করেছেন প্রত্যেকেই। অনেকে আবার ট্রোলও হয়েছেন। পুনম পান্ডে মহাকুম্ভে যেতেই তাঁর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ।

Advertisment

কাজলের বোন তানিশা মহাকুম্ভে গিয়ে ফিল্মি স্টাইলে ফটোশুটের জন্য চরম ট্রোল হন অভিনেত্রী। এবার প্রয়াগরাজে গিয়ে পুণ্যস্নান সারলেন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। সেখান থেকেও নাইটি পরেই রিলও শেয়ার করেছেন। সৈকতকে ফিরে পেতেই মহাকুম্ভে ডুব দিলেন স্যান্ডি। এই প্রসঙ্গে বিশদে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয় স্যান্ডি সাহার সঙ্গে। 

Advertisment

স্যান্ডির জীবনে সৈকতের অস্তিত্ব আছে? স্যান্ডির জবাব, 'আপাতত নেই।' মহাকুম্ভেও সেই নাইটি? তিনি বলেন, 'আমি তো সর্বত্রই নাইটি পরে যাই। তাই মহাকুম্ভেও নাইটি পরেই গিয়েছি। তাছাড়া নাইটি পরে স্নান করতে সুবিধা হয়। এটাই তো আমার ইউএসপি। লন্ডনে গিয়েও নাইটি পরে রিল বানিয়েছি। তাহলে মহাকুম্ভে কেন নয়? ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান তো নাইটি পরেই করতে হয়। এই ড্রেসটা আরামদায়কও। তাই নাইটি পরেই ডুবটা দিয়ে দিলাম।'

মহাকুম্ভ থেকে ভিডিও শেয়ার করে ট্রোল হয়েছিলেন কাজলের বোন তানিশা। আপনার ভিডিও ঘিরেও যদি একই ঘটনা ঘটে? এর প্রসঙ্গে স্যান্ডির মত, 'সবাই তো ভিডিও করেছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ আজকাল খুব অ্যাক্টিভ। প্রতি মুহূর্তে জীবনের গতিবধি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে তাঁর সঙ্গে কী করছে সেটাও তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তাহলে মহাকুম্ভে পুণ্যস্নানের মতো একটা ভাল কাজের মুহূর্ত কেন পোস্ট করব না? হতেই পারে আমার এই পোস্টটা দেখে আরও কারও ইচ্ছে হল মহাকুম্ভে গিয়ে রিল বানাতে। আমিও তো আমার কয়েকজন বন্ধুকে দেখেই ইচ্ছে হয়েছিল।'

Sandy Saha Viral Clip viral youtuber Mahakumbh 2025