Sangeeta Bijlani: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, আগ্নেয়াস্ত্রের আবেদন সলমন ঘনিষ্ঠ নায়িকার

সম্প্রতি, তিনি পুনে গ্রামীণ পুলিশের এসপি সন্দীপ সিং গিলের সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। একইসঙ্গে, ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনও করেছেন...

সম্প্রতি, তিনি পুনে গ্রামীণ পুলিশের এসপি সন্দীপ সিং গিলের সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। একইসঙ্গে, ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনও করেছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sangeeta

যা বলছেন তিনি...

Sangeeta Bijlani: মহারাষ্ট্রের পুনে জেলার পাভনা বাঁধের কাছে নিজের ফার্মহাউসে চুরির ঘটনা ঘটার প্রায় তিন মাস পরও, তদন্তে তেমন অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী সঙ্গীতা বিজলানি। তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনি নিজের সম্পত্তিতে আর নিরাপদ বোধ করছেন না।

Advertisment

সম্প্রতি, তিনি পুনে গ্রামীণ পুলিশের এসপি সন্দীপ সিং গিলের সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। একইসঙ্গে, ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনও করেছেন। গত জুলাই মাসে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তার ফার্মহাউসে ঢুকে রেফ্রিজারেটর, টিভি, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। বাড়ির দেয়ালে অশ্লীল গ্রাফিতি লেখে। পুলিশ জানায়, প্রায় ৫০,০০০ টাকা নগদ অর্থ এবং প্রায় ৭,০০০ টাকার একটি টেলিভিশন চুরি হয়েছে।

বিজলানি এই ঘটনাকে "গভীরভাবে উদ্বেগজনক" বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, "গত ২০ বছর ধরে আমি এই জায়গাতেই থাকি। পাভনা আমার কাছে একেবারে বাড়ির মতো। কিন্তু এই ভয়াবহ চুরির তিন মাস পরও কেসের কোনও অগ্রগতি না হওয়ায় আমি চিন্তিত। এসপি গিল আমাকে আশ্বস্ত করেছেন যে পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করে অপরাধীদের ধরবে।"

Advertisment

Krushal Ahuja: 'আমি উদ্ধত...', সহ অভিনেত্রীর সঙ্গে প্রেম? পারিবারিক চাপে ভুল ভাঙ্গাতে বাধ্য হলেন ক্রুশল

তিনি আরও বলেন, "চুরি ও ভাঙচুরের ঘটনাটি সত্যিই ভয়ঙ্কর ছিল। সৌভাগ্যবশত আমি তখন সেখানে ছিলাম না। কিন্তু বাড়ির ভেতরে অশ্লীল কথা লেখা এবং জিনিসপত্র নষ্ট করা অত্যন্ত মানসিক আঘাতের।" অভিনেত্রীর মতে, এই ঘটনা শুধু তাঁকেই নয়, এলাকার অন্যান্য বাসিন্দাদেরও আতঙ্কিত করে তুলেছে।

তাঁর কথায়, "পাভনায় অনেক পরিবার ও প্রবীণ নাগরিক থাকেন। এই ঘটনার পর সবাই নিরাপত্তাহীন বোধ করছেন।" বিজলানি জানান, এই ঘটনার পর প্রথমবারের মতো তিনি আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্রের প্রয়োজনীয়তা অনুভব করছেন।

“আমি কখনও ভাবিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে হবে। কিন্তু এখন সত্যিই অ-নিরাপদ লাগছে। একজন নারী হিসেবে একা থাকলে নিজের সুরক্ষার ব্যবস্থা থাকা দরকার বলে মনে করছি,” বলেন তিনি। তিনি আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করে এলাকার নিরাপত্তা ফিরিয়ে আনবে।

bollywood actress salman khan Entertainment News Today