/indian-express-bangla/media/media_files/2025/09/01/sanjay-2025-09-01-16-55-32.jpg)
কী বললেন সঞ্জয়কে নিয়ে...
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর আসন্ন পর্ব সঞ্জয় দত্ত ও সুনীল শেঠির কারণে জমজমাট। এই পর্ব মরশুমের সবচেয়ে স্মরণীয় পর্বগুলির একটি হতে চলেছে। সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা গিয়েছে, দুই অভিনেতা নিজেদের জীবনের নানা অজানা গল্প শেয়ার করছেন।
টিজারের শুরুতে কপিল শর্মা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর সুনীল শেঠি স্মৃতি রোমন্থন করে বলেন, সঞ্জয়ের সঙ্গে একটি ছবির শুটিংয়ের অভিজ্ঞতা। তিনি জানান, শুটিং শেষ হলেই সঞ্জয় পার্টির মুডে চলে যেতেন, আর তিনি লুকিয়ে হোটেলে ফিরে যেতেন। একবার এমন হয়েছিল যে, সঞ্জয় তাকে হোটেল পর্যন্ত অনুসরণ করেন, শুধু এই কারণে যে তিনি সুনীলকে তার সঙ্গে পার্টিতে নিয়ে যেতে চান। সুনীল মজা করে বলেন, "ওর সঙ্গে শুটিং মানে, রাত আটটা বাজলেই আমি পালাতাম। হায়দরাবাদে একবার সে তো তাজ হোটেলের ঘরের দরজা ভেঙে ঢুকেছিল।"
Bigg Boss: বিগ বসের ঘরে হাসির পাত্র, পহেলগাঁও মন্তব্যেও ফেঁসেছিলেন, বিতর্ক পিছু ছাড়ছে না 'স্পিরিচুয়াল' তানিয়ার
সঞ্জয় হেসে জবাব দেন, "রাত আটটায় আবার কে ঘুমোয়! আমি তো শুধু ভালোবাসা দেখাচ্ছিলাম।" তখন সুনীল মজা করে বলেন, "এতটাও ভালোবাসা দেখানোর দরকার নেই, বন্ধু!" তিনি আরও জানান, সঞ্জয় তাকে সবসময় 'আন্না' বলে ডাকেন, তবে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন সুরে। রাগ করলে গম্ভীরভাবে, আবার দুঃখ পেলে কষ্টের সুরে। আলোচনার এক পর্যায়ে, কপিল বলেন সঞ্জয় ছোটবেলা থেকেই দুষ্টু ছিলেন। তখনই সুনীল হেসে যোগ করেন, "ছোটবেলায়? ওর শিশুসুলভ আচরণ এখনও যায়নি! সে যেখানে থাকে, কিছু না কিছু গোলমাল হয়েই যায়।"
আড্ডার মাঝেই উঠে আসে আরও এক মজার ঘটনা। সুনীল জানান, একবার সঞ্জয় দত্ত, তার বন্ধুর নির্বাচনী প্রচারে যোগ দিতে যাচ্ছিলেন, অথচ সেই বন্ধু প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সঞ্জয়ের বাবা, সুনীল দত্তের বিরুদ্ধে! সুনীল বলেন, "ও বন্ধুদের জন্য প্রচারণা চালাতে রাজি হয়েছিল, পরে রাতে টের পায় যে লোকটা আসলে ওর বাবার প্রতিপক্ষ।" এই প্রশ্নে সঞ্জয় হেসে বলেন, "আমি ভুলেই গিয়েছিলাম এই ঘটনাটা। আসলে ও বন্ধু, তাই ডেকেছিল।"
সুনীল আরও যোগ করেন, তাকেও সেই প্রার্থী প্রচারণায় ডাকেন। তিনি বলেন, "আমি গিয়েছিলাম। পরে সুনীল দত্ত আমাকে ফোন করে বললেন, 'বেটা, আমার কথাও ভেবো।' আমি মনে মনে ভাবছিলাম, তোমার ছেলে যদি তোমার কথা না ভাবে, তবে আমি কীভাবে ভাবি!"