Advertisment
Presenting Partner
Desktop GIF

'মন বৈরাগী' নরেন্দ্র মোদীকে নিয়ে ছবির প্রযোজনায় সঞ্জয় লীলা বনশালী

নরেন্দ্র মোদীর জন্মদিনে অভিনেতা প্রভাস প্রকাশ্যে আনলেন সঞ্জয় লীলা বনশালী ও মহাবীর জৈন প্রযোজিত ছবি 'মন বৈরাগী'-র ফার্স্টলুক।

author-image
IE Bangla Web Desk
New Update
man bairagi

সঞ্জয় ত্রিপাঠির পরিচালনায় তৈরি হচ্ছে 'মন বৈরাগী'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিন। সেই দিনেই তেলুগু সুপারস্টার প্রভাস প্রকাশ্যে আনলেন সঞ্জয় লীলা বনশালী ও মহাবীর জৈন প্রযোজিত ছবি 'মন বৈরাগী'-র ফার্স্টলুক। প্রধানমন্ত্রীর জীবনের 'টার্নিং পয়েন্ট' অবলম্বনে তৈরি এই ছবি। 'মন বৈরাগী'-র লেখক এবং পরিচালক সঞ্জয় ত্রিপাঠি।

Advertisment

ছবির প্রযোজক সঞ্জয় লীলা বনশালী একটি বিবৃতিতে বলেন, ''মন বৈরাগী ভীষণ সততা নিয়ে ধৈর্য এবং গুরুত্ব দিয়ে তৈরি। গল্পের অনন্যতা ও বার্তা আমায় ছবিটা তৈরি করতে উৎসাহিত করেছে। প্রধানমন্ত্রীর জীবনের মোড় ঘুরে যাওয়া মূহুর্তগুলি উপর গবেষণা করেই ছবিটা তৈরি করা হয়েছে, যা আমায় উদ্দীপিত করেছে। মনে হয়েছে না শোনা কাহিনিগুলো বলা প্রয়োজন।''

আরও পড়ুন, ‘ভারতের চন্দ্রযান দেখতে পেলে?’ মহাকাশচারীকে ভিডিও চ্যাট ব্র্যাড পিটের

পরিচালক সঞ্জয় ত্রিপাঠি মন বৈরাগী সকলের ভাল লাগবে। তিনি বলেন, ''আমার জন্য মানুষের উৎসাহের গল্প, একটি মানুষের নিজেকে খুঁজে পাওয়ার কাহিনি। যে পরবর্তীতে দেশের নেতা হয়ে ওঠে।''

Read the full story in English 

bollywood movie PM Narendra Modi
Advertisment