/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/ranbir-kapoor-7594.jpg)
নতুন পোস্টারে সঞ্জয় দত্তের লুকে ছক্কা হাঁকালেন রণবীর কাপুর।
সনজুর নতুন পোস্টারে সঞ্জয় দত্তের লুকে ছক্কা হাঁকালেন রণবীর কাপুর। পোস্টারে কাঁচা-পাকা চুলের সঞ্জয় দত্তকে দেখে কে বলবে যে ইনি আসলি খলনায়ক নন, রণবীর কাপুর! নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই পোস্টার শেয়ার করেছেন পরিচালক রাজকুমার হিরানি।
Ranbir as #Sanju! When he came out of Jail in 2016. Watch his complete story on June 29. #RanbirKapoor#RajkumarHiraniFilms@VVCFilms@foxstarhindipic.twitter.com/qr9JTMEZu0
— Rajkumar Hirani (@RajkumarHirani) April 30, 2018
পোস্টারে রণবীরের ডান কানে স্টাড আর কপালে লাল তিলক। আগের সিনেমাগুলোর নেক্সট-ডোর-বয় ইমেজ এ লুকে একেবারেই অনুপস্থিত।
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে জেলে যান সঞ্জয় দত্ত
ইয়েরওয়াড়া জেল থেকে সঞ্জয় দত্ত মুক্তি পান ২০১৬ সালে
আরও পড়ুন: সনজু টিজারের ঝড় ট্যুইটারে, দেখুন কী বলছে বি-টাউন!
কয়েকদিন আগেই রিলিজ হয়েছে সনজুর টিজার। সঞ্জয়ের লুকে রণবীরকে দেখে সেদিনই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছিল। শুধুমাত্র গলার আওয়াজটুকু বাদ দিলে ওই ভিডিওয় সঞ্জয়কেই ফিরে পেয়েছেন দর্শকরা। তবে, ওই দেড় মিনিটের টিজারই তো সব নয়! পুরো ফিল্ম নিয়ে রণবীর সম্পর্কে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
Incredible! #RanbirKapoor in #Sanju‘s look from 2016. In cinemas on June 29. @RajkumarHirani#RajkumarHiraniFilms@VVCFilms@foxstarhindipic.twitter.com/qlOtXfsvNU
— Sonam Kapoor (@sonamakapoor) April 30, 2018
মাদকাসক্ত হয়ে পড়া থেকে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত হয়ে কারাবাস, সঞ্জয় দত্তের জীবন কোনও বলিউড সিনেমার থেকে কম নয়। ছোটবেলাতেই হারিয়েছিলেন মা নার্গিসকে, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অকালে মারা যান তাঁর প্রথম স্ত্রী রিচা শর্মাও। রকি থেকে সড়ক হয়ে মুন্নাভাই সিরিজ, নানারঙের চরিত্রকে অসামান্য নৈপুণ্যে ফুটিয়ে তুলেছেন তিনি।
আরও পড়ুন: সনজু: সঞ্জয় দত্তকে নিয়ে বায়োপিকে রণবীর কাপুর, পরিচালনায় রাজকুমার হিরানি
রাজরকুমার হিরানি পরিচালিত সনজু মুক্তি পাবে ২৯ জুন। ছবিতে রণবীর ছাড়াও দেখা যাবে সোনম কাপুর, করিশ্মা তান্না, ভিকি কৌশল, মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, অনুষ্কা শর্মাকে।