সনজু পোস্টার: রেট্রো লুকে ভিকি কৌশল টক্কর দেবেন রণবীরকেও

রণবীর কাপুর অভিনীত 'সনজু' নিয়ে উত্তেজনা শুরু ছবির ট্রেলার বেরোনোর আগে থেকেই। তারপর একের পর এক পোস্টারে মন জয় দর্শকের। এবার 'সনজুর' সদ্য মুক্তি পাওয়া পোস্টারে প্রকাশ পেল বন্ধুত্বের সমীকরণ।

রণবীর কাপুর অভিনীত 'সনজু' নিয়ে উত্তেজনা শুরু ছবির ট্রেলার বেরোনোর আগে থেকেই। তারপর একের পর এক পোস্টারে মন জয় দর্শকের। এবার 'সনজুর' সদ্য মুক্তি পাওয়া পোস্টারে প্রকাশ পেল বন্ধুত্বের সমীকরণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সনজুর নতুন পোস্টারে রণবীর কাপুর ও ভিকি কৌশল

রণবীর কাপুর অভিনীত 'সনজু' নিয়ে উত্তেজনা শুরু ছবির ট্রেলার বেরোনোর আগে থেকেই। তারপর একের পর এক পোস্টারে মন জয় দর্শকের। সোনম কাপুরের সঙ্গে রণবীরের রোম্যান্টিক পোস্টার প্রকাশিত হয়েছে। আর একটি পোস্টারে দেখা গেছে পরেশ রাওয়ালের সঙ্গে বাবা-ছেলের উষ্ণ সম্পর্কের ছবি। এবার 'সনজুর' সদ্য মুক্তি পাওয়া পোস্টারে প্রকাশ পেল বন্ধুত্বের সমীকরণ।

Advertisment

নতুন পোস্টারে রণবীর ও ভিকি কৌশলের নাইটক্লাবের পোজ দেখে বোকা বোকা মনে হতেই পারে। কিন্তু ক্লাসিক লেদার ও ফার জ্যাকেটে, রণবীর-ভিকির রেট্রো লুক নতুন করে আগ্রহ বাড়াল দর্শকের মধ্যে। ছবির এই নতুন পোস্টার শেয়ার করেছেন রাজকুমার হিরানি।

Advertisment

অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের টানাপোড়েন চিত্রায়িত হয়েছে 'সনজু' ছবিতে। তাঁর রিয়েল লাইফের চমকে দেওয়া ঘটনাগুলোকেই চিত্রনাট্যের আকারে সাজিয়েছেন পরিচালক।

প্রথম টিজারেই দর্শকরা বুঝে গিয়েছিলেন সঞ্জয় দত্তের জীবনকাহিনি অবিকল ধরা পড়তে চলেছে এ ছবিতে। প্রায় অবিকল সঞ্জয় দত্ত রূপে ধরা পড়েছেন রণবীরও। আর এই গোটা রিয়েলিস্টিক লুকের জন্যই সকলের প্রশংসা কুড়িয়েছিলেন রাজকুমার হিরানি।

ট্যুইটারে পোস্টার শেয়ার করেছেন ভিকি কৌশলও।

আরও পড়ুন, টলিউড ইন্ডাষ্ট্রির বাজার রক্ষা করছে জনপ্রিয় ডিজিটাল অ্যাপ

সংবাদসংস্থা আইএএনএসকে ভিকি কৌশল এর আগে বলেছিলেন, আমি সঞ্জয় দত্তের ছবি দেখে বড় হয়েছি। তবে এই ছবিটা করার সময়ে আমি প্রথমবার মানুষ হিসেবে সঞ্জয় দত্তকে চিনেছি। আমার ধারণা, দর্শকরাও এ ছবিতে একইরকমের অনুভূতির মধ্যে দিয়ে যাবেন।

ছবিতে নার্গিস দত্তের ভূমিকায় অভিনয় করেছেন মনীষা কৈরালা। সোনম কাপুর, অনুষ্কা শর্মা, দিয়া মির্জা, ভিকি কৌশলও রয়েছেন। ৩০ মে ছবির ট্রেলার মুক্তির আগেই বিভিন্ন চরিত্রের সঙ্গে পরিচিত হবেন দর্শকরা। বিধু বিনোদ চোপড়া প্রযোজিত এই ছবি মুক্তি পাচ্ছে ২৯ জুন।

sanju ranbir kapoor sanjay dutt