Advertisment
Presenting Partner
Desktop GIF

স্তব্ধ হল জলতরঙ্গের মূর্ছনা, প্রয়াত সন্তুর-সম্রাট পণ্ডিত শিবকুমার শর্মা

Pandit Shivkumar Sharma Death: শিব-হরির যুগলবন্দিও থামল কিংবদন্তী সঙ্গীতশিল্পীর প্রয়াণে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Santoor maestro Pandit Shivkumar Sharma passes away

Shiv Kumar Sharma Passed Away: প্রয়াত হলেন সন্তুর-সম্রাট শিবকুমার শর্মা।

Shivkumar Sharma Passes Away: থামল জলতরঙ্গের মূর্ছনা। প্রয়াত হলেন সন্তুর-সম্রাট পণ্ডিত শিবকুমার শর্মা। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের কিংবদন্তী এই সঙ্গীতগুরুর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতপ্রেমী মানুষ। মুম্বইয়ে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর। গত ৬ মাস ধরে কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি। ডায়ালিসিস চলছিল তাঁর। এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Advertisment

জম্মু-কাশ্মীরের অনামী এক বাদ্যযন্ত্র সন্তুরকে নয়া পরিচয় দিয়েছিলেন শিবকুমার (Santoor player Pandit Shivkumar Sharma death updates)। ধ্রুপদী সঙ্গীতে সন্তুরকে সরোদ এবং সেতারের সঙ্গে জুড়েছিলেন তিনি। ফলে জাতে উঠেছিল ভূস্বর্গের এই বাদ্যযন্ত্র। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব সঙ্গীত জগতেও সন্তুরের নামডাক হয়।

আরও পড়ুন একতরফা মুসলিম বিদ্বেষ, এই দেশে নিষিদ্ধ হল ‘দ্য কাশ্মীর ফাইলস’

বাঁশির রাজা হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে তাঁর যুগলবন্দি সঙ্গীতপ্রেমী মানুষদের মণিকোঠায় রয়েছে। শিব-হরি নামে বিখ্যাত ছিল তাঁদের জুটি। পণ্ডিত চৌরাসিয়ার সঙ্গে সিলসিলা, লমহে এবং চাঁদনির মতো ছবিতে সঙ্গীত দিয়েছিলেন শিবকুমার শর্মা।

Pandit Shivkumar Sharma, Santoor Maestro
Advertisment